শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ রাজ্যের, পদ খোয়ালেন বিরোধী দলনেতা

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের নির্বাচন মেটার পর থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) একের পর এক পদ থেকে সরানোর জন্য তৎপর হয়ে উঠেছে তৃণমূল। সমবায় ব্যাংকের পদ থেকেও তাকে সরানোর জন্য ব্যবস্থা নেওয়া শুরু করেছে রাজ্যের শাসক দল। সম্প্রতি পূর্ব মেদিনীপুর সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট থেকেও সরিয়ে দেওয়া হয়েছে শুভেন্দুকে। বদলে বর্তমানে এই ট্রাস্টের দায়িত্ব পেয়েছেন তমলুকের বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র (Soumen Mahapatra)।

এবার পূর্ব মেদিনীপুরের আরেকটি ঐতিহাসিক জনকল্যাণ সমিতির সভাপতির পদ থেকে সরানো হলো রাজ্যের বিরোধী দলনেতাকে। মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) আদর্শকে সামনে রেখে তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতি তৈরি করেছিলেন স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত সুশীল ধাড়া, সতীশ সামন্ত ও অজয় মুখোপাধ্যায়রা। ২০০৯ সালে প্রথমবার তমলুকের সাংসদ হওয়ার পর ২০১২ সালে এই জনকল্যাণ সমিতির সভাপতি হিসেবে মনোনীত হন শুভেন্দু। তারপর টানা ন বছর তিনিই ছিলেন সভাপতি।

কিন্তু শনিবার শুভেন্দুর অনুপস্থিতিতেই বৈঠক করেন সমিতির সদস্যরা। সেই বৈঠকেই নতুন সভাপতি হিসেবে মনোনীত করা হয় রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রকে। গত ৬ জুলাই শেষ হয়েছিল শুভেন্দুর সভাপতিত্বের মেয়াদ। আগামী তিন বছরের জন্য তাই নতুন সভাপতি নির্বাচন করা হলো সৌমেনবাবুকে। সমিতির তরফ থেকে জানানো হয়েছে, শনিবারের বৈঠকে নতুন সভাপতি হিসেবে সৌমেনবাবুর নাম প্রস্তাব করেন সমিতির কোষাধ্যক্ষ সোমনাথ বেরা। তাকে সমর্থন দেন সহ-সম্পাদক দীপেন্দ্র নারায়ন রায়।

Suvendu Adhikari

রাজ্যে বিরোধী দলনেতার পদ অলংকৃত করলেও শাসক দলের মদতপুষ্ট বেশকিছু অরাজনৈতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে এখনও থেকে গিয়েছিলেন শুভেন্দু। এবার সেখান থেকেও তাদের সরানোর কাজ শুরু করল রাজ্যের শাসক দল। কার্যত এক দিক দিয়ে তার প্রতি যে কড়া অবস্থান নিতে চলেছে তৃণমূল তা আবারও বুঝিয়ে দিলো তারা।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর