বাংলাহান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচন, আর তারপর উপনির্বাচন, সবেতেই বাংলায় ভরাডুবি বিজেপির। তারউপর আবার উপনির্বাচনে তিন কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত ৩ বিজেপি প্রার্থীরও। আর এসবের জন্য শুভেন্দু অধিকারীকে (suvendu adhikary) দায়ী করলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (firhad hakim)।
উপনির্বাচনে বিজেপির এই গো হারান হারের জন্য শুভেন্দু অধিকারীকেই দায়ী করলেন ফিরহাদ হাকিম। সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে শুভেন্দুকে তুলোধোনা করে বললেন, ‘২০১৯ সালে আমরা শুভেন্দুর উপর যে যে কেন্দ্রের দায়িত্ব দিয়েছিলাম, সেখানে সেখানেই আমরা হেরেছিলাম। আর এবারে বিজেপি যেসব কেন্দ্রের দায়িত্ব শুভেন্দুকে দিয়েছিল, সেখানে সেখানেই তাঁদের হার হয়েছে। এবার বিজেপিরাই ঠিক করুক, শুভেন্দুকে নিয়ে তাঁরা কি করবে’।
সম্প্রতি বাংলাদেশের হিংসার ঘটনার প্রতিবাদে সোমবার নন্দীগ্রামের তেখালি ব্রিজ থেকে মহেশপুর বাজার পর্যন্ত এলাকায় এক মিছিলের আয়োজন করেছিল বিজেপি শিবির। সেখানে উপস্থিত ছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। মিছিল শেষে মহেশপুর বাজার এলাকায় এক জনসভারও আয়োজন করা হয়।
সেখানে তিনি বলেন, ‘স্বামী বিবেকানন্দের শিষ্য আমি, চরৈবতি হল আমার মন্ত্র। প্রাণনাশের হুমকি দিয়েও আমাকে আটকান যাবে না। আমি কালীপুজোর দিন আবারও এখানে আসব। পশ্চিমবঙ্গের সর্বত্র সনাতন ধর্ম প্রতিষ্ঠা করে তবেই আমি রাজনীতি ছাড়ব’।
এই বিষয়ে ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘শুভেন্দু রাজনীতিতে থাকুক, আমি সেটাই চাই। শুভেন্দু যেদিন থেকে বিজেপিতে এসেছিলেন, সেদিন থেকেই শুরু হয়ে গিয়েছে বিজেপির পতনের যাত্রা। সেই কারণেই কামনা করব, যাতে শুভেন্দু অধিকারী রাজনীতি থেকে অবসর না নেন’।