মমতার সাহসিকতাকে কুর্নিশ”, বিধানসভায় মুখ্যমন্ত্রীর প্রশংসা শুভেন্দুর?

 বাংলাহান্ট ডেস্ক : এদিন বিধানসভার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানাতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এদিন রাজ্য বাজেটে বিভিন্ন প্রসঙ্গে ভাষণ দেওয়া কালীন হঠাৎই এমন মন্তব্য করতে গেল তাঁকে।

নাহ, মুখ্যমন্ত্রীর প্রশংসা নয়, বরং ব্যাজস্তুতির আড়ালে খানিক টিপ্পনিই কাটলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের আর্থিক দুরবস্থার প্রসঙ্গ টেনেই এহেন কটাক্ষ তাঁর। এদিন রাজ্যসভায় বাজেট অধিবেশন চলাকালীন বাংলার আর্থিক অবস্থা প্রসঙ্গে একাধিক মন্তব্য করতে শোনা যায় বিজেপি নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, ‘একটা বিষয় আপনারাও দেখেছেন, মুখ্যমন্ত্রী যেখানে যাচ্ছেন সেখানেই কেউ বলছেন আমার এলাকায় একটা ব্রিজ চাই, আমার এলাকায় হাসপাতাল চাই, আমার এলাকায় রাস্তা চাই। যে যাই চান, মুখ্যমন্ত্রী শোনার পর বলেন, হবে না, লক্ষ্মীর ভাণ্ডার চলছে। তাই এসব হবে না। টাকা নেই। আমি এখানে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মুখ্যমন্ত্রীর সাহসিকতাকে আমি কুর্নিশ জানাই। উনি সব স্বীকার করছেন।’

এদিন বেশ কয়েকটি প্রস্তাবও পেশ করেছেন তিনি। তাঁর দাবি, ‘গোয়ায় তৃণমূল বলেছিল ওখানে জিতলে ৫০০০ টাকা করে দেওয়া হবে। আমি বলব এ রাজ্যেও লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ নয়, ৫০০০ টাকা করে দেওয়া হোক। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ২৮% বাকি আছে। অন্তত ১৪% মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হোক। অস্থায়ী কর্মচারী, চুক্তিভিত্তিক কর্মচারীদের নূন্যতম বেতন ১৮ হাজার টাকা করা হোক।’

উত্তরপ্রদেশে জয়ের প্রসঙ্গও এদিন টেনে আনেন শুভেন্দু। তাঁর কথায়, ‘উত্তরপ্রদেশে আমরা জিতেছি। বলা হচ্ছে ওখানে জিতে এখানে আনন্দ কেন? আচ্ছা, বাংলাটা কি দেশের বাইরে? আর আপনারা তো বলেছিলেন গোয়ায় সরকার গড়বেন। পেলেন তো গোল্লা।’

প্রসঙ্গত, এদিন বিধানসভায় উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল পুলিশ বাজেট নিয়ে আলোচনায় উপস্থিত থাকবেন তিনি। এদিন শুভেন্দু অধিকারী ছাড়াও বিধানসভায় বক্তব্য রেখেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং আইএসএফ বিধায়ক নওয়াদ সিদ্দিকি।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর