“আমাদের সংগঠনের যা খামতি ছিল গত চার মাসে তা পূরণ করে দিয়েছি” : শুভেন্দু অধিকারী

 

পশ্চিম মেদিনীপুর:- আমি কোনো গনৎকার নয়, তবে আমাদের সংগঠনের যা খামতি ছিল গত চার মাসে তা পূরণ করে দিয়েছি। বাকিটা ফলাফলের দিন বোঝা যাবে। খড়্গপুর বিধানসভার উপনির্বাচনের জন্য তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার এর মনোনয়ন জমা দেওয়ার জন্য সোমবার মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি আরো বলেন যেদিন আমি খরগোপুর ডিআরএম অফিসে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়ে ছিলাম তখনই আমি বুঝেছিলাম যে খরগোপুর পরিবর্তন চাইছে,অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তথা প্রাক্তন বিধায়ক এর বিরুদ্ধে অপদার্থতা বলে কটাক্ষ করলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী,তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খরগোপুর উপনির্বাচনে ভূমিপুত্র কে দাঁড় করিয়েছেন সবমিলিয়ে আবহাওয়া অনুকূল ফের একবার জিতার সিম্বল দেখিয়ে বক্তব্য শেষ করতে চাইলেন।

IMG 20191104 WA0036

অন্যদিকে, তিনি কংগ্রেসের বিরুদ্ধে কটাক্ষ করে বলেন নোডা কে ভোট দেয়া যা আর কংগ্রেসকে ভোট দেয়া তা, সারা রাজ্যে কংগ্রেসের ভোট পার্সেন্টেজ এক পারসেন্ট, অন্যদিকে গত লোকসভা ভোটে সিপিএম প্রার্থী দাঁড়িয়েও বিজেপিকে ভোট দিয়েছে তা একবার পরিষ্কার করে দিলেন শুভেন্দু অধিকারী, তিনি বলেন ওনারা প্রার্থী দেবেন কিন্তু ভোট দেবেন বিজেপিকে, অপরদিকে দিলীপ ঘোষের বক্তব্য অনুযায়ী আগামী উপনির্বাচনে খরগোপুর বিধানসভার জেতার আশাবাদী তিনি তিনি বলেছিলেন এটা দিলীপ ঘোষের সম্মানের লড়াই সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী বলেন এটা কোন ব্যক্তিবিশেষের লড়াই নয় এটা দলের লড়াই আমি আশাবাদী যে এই উপ নির্বাচনে তৃণমূল জয়ী হবে, এদিকে উপনির্বাচনের প্রার্থী প্রদীপ সরকারও যে তার পক্ষে আশাবাদী তা পরিষ্কার করে দিলেন, এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন ডঃ মানস ভুঁইয়া, তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।

সম্পর্কিত খবর