‘এক বিহারি শ বিমারি” তৃণমূল বিধায়কের ভিডিও পোস্ট করে শত্রুঘ্নকে তীব্র কটাক্ষ শুভেন্দুর

বাংলাহান্ট ডেস্ক : আসানসোল লোকসভা উপনির্বাচনে বলিউডের বিহারীবাবু শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করার পর থেকেই বিহারের জন্ম নেওয়া প্রাক্তন এই বিজেপি সাংসদকে ‘বহিরাগত’ দেগে কটাক্ষ হানছে বিরোধী শিবির। কিন্তু রবিবার এর প্রেক্ষিতে শত্রুঘ্ন সিনহা সাফাই দেন যে, ‘আমার জন্ম বিহারে। কিন্তু বাংলার প্রতি আমি দূর্বল৷ বাংলায় একাধিক সিনেমা করেছি আমি। অন্তর্জলি যাত্রার মতন জাতীয় পুরষ্কার জয়ী সিনেমারও অংশ ছিলাম।’ একই সঙ্গে বহিরাগত প্রসঙ্গ টেনে মোদীকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘আমি যদি আসানসোলে বহিরাগত হই তাহলে বারাণসী থেকে কেন নির্বাচনে লড়েছিলেন মোদী?’

এবার এই প্রসঙ্গ টেনেই শত্রুঘ্ন সিনহাকে লক্ষ্য করে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। এদিন একটি ট্যুইটে তৃণমূল নেতা মনোরঞ্জন ব্যাপারির একটি ভিডিও পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই ট্যুইটে তিনি লেখেন, ‘বিহারী বাবু শত্রুঘ্ন সিনহার কাছে আবার সবিনয় প্রশ্ন, তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারির এই অপমানজনক কটাক্ষের প্রেক্ষিতে আপনার কী অনুভূতি? আপনার নতুন দলের সহকর্মী বিহারীদের ব্যাপারে তাঁর অনুভূতি নিয়ে অত্যন্ত স্বচ্ছ।’

কলকাতা আন্তজার্তিক বই মেলার ওই ভিডিওটিতে তৃণমূল নেতা কার্যতই তীক্ষ্ণ ভাষায় আক্রমণ হানেন বিহারীদের৷ তিনি বলেন, ‘বাংলায়ে কী আছে? বাংলাতে কিছু নেই তো বিহারে চলে যা। এখানে বসে আছিস কেন? আমাদের যা আছে আমরা তাই নিয়ে সুখে আছি। তোদের এখানে থাকতে কে বলেছে? থাকবি এখানে খাবি এখানে, আর এখানে বসেই বলবি বাংলাতে কী আছে? বিহারে সব আছে তো যা শালা বিহার!’

এরপর বাঙালিদের উদ্দ্যেশ্য করে তিনি বলেন, ‘আপনাত মধ্যে যদি বাঙালির রক্ত থাকে, যদি বিনয় -বাদল-ক্ষুদিরামের রক্ত থাকে,,নেতাজি সুভাষ চন্দ্র বোসের রক্ত থাকে, মাতৃভাষার প্রতি, মাতৃভূমির প্রতি প্রেম থাকে, তাহলে নিজের মধ্যে সেই ক্ষুদিরামের আগুনকে জ্বালান। আপনাকেও সোচ্চারে বলতে হবে, এক বিহারি শ বিমারি’। বিমারি চাই না। বাংলাকে বিহার মুক্ত কর।’

জাতীয় রাজনীতিতে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে শত্রুঘ্ন সিনহার মতন হিন্দিভাষী প্রাক্তন বিজেপি নেতার হাত ধরতে চেয়েছে তৃণমূল। কিন্তু এখানে কার্যতই ‘ব্যাকফায়ার’ করে গেছে তাদের বিজেপির বিরুদ্ধে ব্যবহার করা বহিরাগত তত্ত্ব। এখন যেখানে বিহারীবাবু শত্রুঘ্নকে বাংলার ঘরে লোক করে তুলতে উঠে পড়ে লেগেছে দল, সেখানে দলের বিধায়কের এহেন মন্তব্যে এবং বিরোধী দলনেতার কটাক্ষে যে কার্যতই অস্বস্তিতে ঘাসফুল শিবির, তা বলাই বাহুল্য।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর