বাংলা হান্ট ডেস্কঃ শনিবার ছিল খুশির ঈদ। রাজ্যজুড়ে উৎসবের আমেজ। সেই উপলক্ষে সকালে কলকাতায় রেড রোডে ঈদের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee)। আর সেখান থেকেই শুভেচ্ছা বার্তা দেওয়ার পাশাপাশি হঠাৎ আক্রমণ শানান বিজেপি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikary)। এনআরসি থেকে শুরু করে সংখ্যালঘু ভোট, একের পর এক ইস্যু উঠে আসে তৃণমূল সুপ্রিমোর কথায়।
এদিকে চুপ করে বসে থাকেননি বিরোধী দলনেতাও। বিজেপিকে লাগাতার আক্রমণ ইস্যুতে মুখ খোলেন তিনিও। পাল্টা মমতাকে কড়া ভাষায় আক্রমণ করে শুভেন্দু অধিকারীর কথা, পবিত্র ইদের অনুষ্ঠানকে বিষিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে শনিবার এক টুইট করে মমতাকে তোপ দাগেন নন্দীগ্রামের বিধায়ক।
টুইটে শুভেন্দু অধিকারী লেখেন, “নির্লজ্জ সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী। মুসলিম সম্প্রদায়কে ঈদলফেতরের শুভেচ্ছা জানানোর এটা একটা পদ্ধতি হল?” সমালোচনা করে শুভেন্দু বলেন, “তাদের প্রতি আপনার কি একটুও শ্রদ্ধা আছে? নাকি আপনি তাদের শুধু আপনার ভোটব্যাংক বলে মনে করেন? আপনি সকালেই তাদের উৎসবকে বিষিয়ে তুলেছেন। শীঘ্রই বা পরে আপনাকে রাজনীতির এই সাম্প্রদায়িক ব্র্যান্ডের জন্য একটি ভারী মূল্য চোকাতে হবে। বিজেপি মানে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বি ও সবকা প্রয়াস।”
নেতার সংযোজন, “আপনি সবকো ভরকাও, সবকো উকসাও, সবকো লারাও অর সবকো উলঝাও এর পক্ষে দাঁড়ান৷” যাতে তারা আপনার অদক্ষতা, উন্নয়নের অভাব, কর্মসংস্থানের সুযোগের অভাব এবং অস্তিত্বহীন আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন না তোলে ৷”
Shameless Communal CM @MamataOfficial, is this the way to greet the Muslim Community on Eid-ul-Fitr?
Do you have any iota of respect towards them or do you consider them to be only your votebank?
You poisoned their festivities in the morning itself. Sooner or later you will be… pic.twitter.com/EsJYH4jVjd— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 22, 2023
শুভেন্দুর এই টুইটের পরই বিজেপিকে তোপ দেগে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপির আর্থিক নীতি ব্যর্থ। নির্বাচনে হারবে বুঝেই এসব বলছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম, ফুফা বলে কে ধর্মীয় উস্কানি বিজেপিই দিয়েছিল। পাশাপাশি তিনি বলেন, তৃণমূল সব ধর্মকে সমান চোখে দেখে৷ তৃণ রেড রোডে দুর্গাপুজোর কার্নিভ্যালও করে আবার নমাজেও যায়৷ শনিবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন ভাবেই শুভেন্দুকে পাল্টা তুলোধোনা করেন কুণাল ঘোষ।