বিধানসভায় থেকেও সর্বদলীয় বৈঠকে নেই শুভেন্দু, ফের একবার তুঙ্গে জল্পনা


বাংলা হান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়ে ফের একবার সরকার গঠন করেছে তৃণমূল কংগ্রেস(Trinamool Congress)। তবে সরকার গঠিত হলেও করোনার বাড়বাড়ন্ত এবং অন্যান্য কারণে এখনও সেভাবে শুরু হয়নি বিধানসভা অধিবেশন। ২ জুলাই থেকে নতুন করে বিধানসভা অধিবেশন শুরু হওয়ার কথা। তার আগে আজ সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Bandopadhyay)। বৈঠকে উপস্থিত থাকার কথা ৭৫ জন বিজেপি বিধায়ক এবং একমাত্র ভাঙ্গড়ের আইএসের বিধায়ক নওশাদ সিদ্দিকীর(Naushad Siddique)। যদিও তিনি ডাক পাননি বলেই জানিয়েছেন নওশাদ। এই অসৌজন্যমূলক আচরণের জন্য বিধানসভার স্পিকারকে চিঠিও লিখেছেন তিনি।

তবে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikary) সর্বদলীয় বৈঠকে অনুপস্থিতি। যদিও তিনি ছিলেন বিধানসভাতেই। জানা গিয়েছে, এর আগেই এ ধরনের জল্পনা ছিল সোমবারের বৈঠকে উপস্থিত নাও থাকতে পারেন শুভেন্দু। যদিও এর কারন সেভাবে স্পষ্ট হয়নি। এবার সেই অল্প নাকি সত্য প্রমাণিত করলেন রাজ্য বিজেপির বিরোধী দলনেতা। যদিও সর্বদল বৈঠকের আগে পরিষদীয় দল তার নেতৃত্বেই আজ আলোচনায় বসেছিল। আসন্ন বিধানসভার অধিবেশন কিভাবে শাসক দলের সমালোচনা করা হবে তা নিয়েও স্ট্র্যাটিজি ঠিক করা হয় এদিন। সূত্রের খবর অনুযায়ী, বিজেপির প্রথম অস্ত্র ভুয়ো ভ্যাকসিন কান্ড।

কিন্তু পরিষদীয় দলের বৈঠকে যোগদান করলেও এরপরে আর বিধানসভায় দেখা যায়নি শুভেন্দুকে। যদিও বাকি সকল বিধায়কই বৈঠকে অংশগ্রহণ করেছেন। মনোজ টিগগা(Manoj Tigga), সুদীপ মুখোপাধ্যায়(Sudip Mukhopaddhay) থেকে শুরু করে সকলেই নিজেদের মতামত রেখেছেন। জানা গিয়েছে ২ জুলাই রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে বিধানসভার অধিবেশন। পরের দুদিন অবশ্য থাকছে ছুটি। ৫ ও ৬ জুলাই রাজ্যপাল জগদীপ ধনকরের(Jagdeep Dhankar) ভাষণ নিয়ে হবে বিতর্ক। তারপর ৭ জুলাই বাজেট পেশ করবেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chattopadhyay)।

suvendu adhikari 12

বিরোধী দলনেতা শুভেন্দুর সর্বদলীয় বৈঠকে না থাকা রীতিমতো জল্পনার সৃষ্টি করেছে। যদিও কেন শুভেন্দু এড়িয়ে যাচ্ছেন তার কারণ খুলে বলতে পারছেন না কেউই।

Abhirup Das

সম্পর্কিত খবর