‘পশ্চিমবঙ্গ-ওড়িশার মাঝে কি BSF মোতায়েন করতে হবে?’ এগরা বিস্ফোরণ কাণ্ড নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্ক : এগরার খাদিকুল গ্রামে ভয়াবহ বিস্ফোরণে ৯ জনের মর্মান্তিক মৃত্যুর পর আজও থমথমে গোটা এলাকা। গতকাল রাতেই ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য গোয়েন্দা দফতর। আজ ঘটনাস্থলে যাবে ফরেন্সিক টিম। নমুনা সংগ্রহ করা হবে। এরই মধ্যে  বুধবার এগরার খাদিকুল গ্রামে যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বাঁকুড়ার সিমলাপালে সভা করতে যাওয়ার পথে এগরা যাবেন বলে টুইটে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা। ট্যুইটে তিনি জানিয়েছেন, ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তিনি খাদিকুল গ্রামে যাবেন। মৃতদেহ লোপাটের অভিযোগ তুলে টুইটে শুভেন্দু অধিকারী লেখেন, ‘পূর্ব মেদিনীপুরের এগরার সাহারা এলাকায় ‘আঞ্চলিক তোলা মূল পার্টি’র নেতা কৃষ্ণপদ বাগের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। আমার কাছে তথ্য আছে মৃতের সংখ্যা অনেক বেশি। বেআইনিভাবে মমতা পুলিশ মৃতদেহ সরিয়ে দিয়েছে। দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। প্রমাণ লোপাটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্যপালের হস্তক্ষেপে এনআইএ তদন্তের আবেদন জানাচ্ছি। বারুদের স্তূপের ওপরে রয়েছে বাংলা। ভগবান বাংলাকে বাঁচান।’

অপর একটি টুইটে একাধিক প্রশ্ন তুলে এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু লেখেন, ‘মুখ্যমন্ত্রী ৩টি অদ্ভুত অজুহাত তৈরি করেছেন। প্রথম, ঘটনাটি ঘটেছে ওড়িশা সীমান্তের কাছে। তাই পশ্চিমবঙ্গ সরকার একাই এই ঘটনার জন্য দায়ি নয়। দ্বিতীয়ত, ২ মাস আগে পর্যন্ত এলাকার পঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে। এখন তা বিজেপি এবং এক নির্দল প্রার্থীর হাতে। তৃতীয়ত, প্রথমিক অভিযোগে যাকে পুলিস গ্রেফতার করেছে পরে তাকে আদালতের নির্দেশে ছেড়েও দিয়েছে।’

এরপরই নন্দিগ্রামের সাংসদ একাধিক প্রশ্নবানে জর্জরিত করেন মুখ্যমন্ত্রীকে। তিনি টুইটে লেখেন, ‘আমার মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন, এলাকাটি ওড়িশা সীমান্তে মানেই কি ওড়িশা সরকার এবং ওড়িশা পুলিসের উপর দায় বর্তায়? এটা কি কোনও আন্তর্জাতিক সীমানা? তাহলে তো সেখানে বিএসএফ মোতায়েন করা উচিত।’

শুভেন্দু আরও প্রশ্ন করেন, ‘যদি কোনও পঞ্চায়েতের ক্ষমতা বিরোধীদের হাতে থাকে তার মানে কি সেই এলাকার আইন শৃঙ্খলার দায়িত্বও বিরোধী দলের? তাহলে স্বরাষ্ট্রমন্ত্রকের দরকার কী? এক অভিযুক্তকে গ্রেফতার করা হলেও, পরে আদালতের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়। তাহলে কি এই ঘটনার জন্য আদালতকে দায়ী করছেন মমতা?’

Sudipto

সম্পর্কিত খবর