বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে দেশের এক নম্বর বিজেপি বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির গড়ে ভাঙন ধরাতে সমাজবাদী পার্টির খুঁটিকেই শক্ত করতে চান মমতা। সেই জন্যই অখিলেশের হয়ে মাঠে নেমেছেন তিনি। বৃহস্পতিবার থেকেই নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসীতে প্রচার চালাচ্ছেন তিনি।
বুধবার বারাণসী মাটিতে পা দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই বিক্ষোভের মুখে পড়তে হয় মমতাকে। তাঁর গাড়িকে ঘিরে দেখানো হয় বিক্ষোভ। চলে গাড়ি ভাঙচুরের চেষ্টাও। এমনকি কালো পতাকা দেখিয়ে গো ব্ল্যাক স্লোগানও দেওয়া হয় তাঁর উদ্দ্যেশ্য। আর এই সমস্ত কিছু নিয়েই প্রচারের মঞ্চ থেকেই ক্ষোভে ফেটে পড়েন মমতা। হুঙ্কার ছাড়েন বিজেপির বিরুদ্ধে।
বুধবারের পর থেকে বঙ্গ বিজেপির তরফে মমতার কনভয়ে হামলার ব্যাপারে সেভাবে কোনও প্রতিক্রিয়াই পাওয়া যায়নি বঙ্গ বিজপির কাছ থেকে। তবে এবার পুরো বিষয়টি নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতাকে হিটলার-মুসোলিনির সঙ্গে তুলনা করে রীতিমতো তুলোধোনা করলেন তিনি।
এদিন একটি ট্যুইটে শুভেন্দু অধিকারী লেখেন, ‘আপনি যে মিথ্যাচার উত্তরপ্রদেশে ছড়াতে চাইছেন তার কোনও গ্রহণযোগ্যতা নেই। রাজনৈতিক হিংসা বাংলার সংস্কৃতি। এবং সবাই এ ও জানে যে আসল দোষী কে। আপনার রাজনৈতিক কেরিয়ার শেষ হলে আপনার নামও রাজনৈতিক হিটলার, মাও, মুসোলিনি, স্ট্যালিনের অভিজাত তালিকায় স্থান পাবে।’
The falsehood you are trying to spread in UP doesn’t have any takers. The culture of political violence is prevalent in WB & everyone is aware who is to be blamed.
When your political career gets over, your name will feature in the elite list of Hitler, Mao, Mussolini, Stalin…. pic.twitter.com/zIpNxtNidz— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 3, 2022
প্রসঙ্গত, এদিনও বারাণসীতে নির্বাচনী প্রচারের মঞ্চে ‘খেলা হবে’ স্লোগান তোলেন মমতা। একই সঙ্গে বিজেপির জয় শ্রীরাম স্লোগান নিয়েই কটাক্ষ করেছেন তিনি। তাঁর দাবি বিজেপি সীতা মাকে সম্মান করে না। তাই জয় সিয়ারাম বলে না। এর উত্তর উত্তরপ্রদেশের মা বোনেরা দেবে বলেও হুঙ্কার ছাড়তে দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রীকে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার