বড় খবর: শেষ হলো সব জল্পনা, কবে বিজেপিতে আসছে শুভেন্দু জানালেন মুকুল

তৃণমূলের (tmc) হেভিওয়েট নেতা ও রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী (suvendu adhikari) আগামী দু-চারদিনেই বিজেপিতে যোগদান করবেন, এমনটাই দাবি করলেন বিজেপির অন্যতম হেভিওয়েট মুকুল রায় (mukul roy)। কোনো রাখঢাক না রেখেই বাংলার রাজনীতির চাণক্যের দাবি, শুভেন্দুর সাথে কথা প্রায় সম্পূর্ণ। আগামী কয়েকদিনে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন।

Suvendu Adhikari 1 1

শুভেন্দুর সাথে তৃণমূলের দূরত্ব বেশ কয়েক বছর। কিন্তু বার বার তার দল বদল নিয়ে জল্পনা থাকলেও শুভেন্দু তৃণমূলেই থেকেছেন এবং দলের গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব সামলেছেন। শেষ পর্যন্ত গত কয়েকদিনে সেই ফাটল আরো চওড়া হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগড়ে দিয়েছেন একদা নন্দীগ্রাম থেকে উঠে আসা এই নেতা। ছেড়েছেন মন্ত্রীত্বও।

মন্ত্রীত্ব ছাড়ার পর থেকেই তার বিজেপিতে যোগ দেওয়ার জল্পনাও দৃঢ় হয়। মুকুল রায় সহ একাধিক নেতা ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু শুভেন্দু এখনো অবধি নিজের অবস্থান নিয়ে ধোঁয়াশা রেখেছিলেন। এই পরিস্থিতিতে মুকুল রায়ের এই দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও এখনো পর্যন্ত শুভেন্দু নিজে এই বিষয়ে কোনো মন্তব্য করেন নি।

অন্যদিকে, আগামী ১৯ ডিসেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷ শুভেন্দুর গড় মেদিনীপুরেই তার সভা করার কথা৷ সেই সভাতেই গেরুয়া শিবিরে শুভেন্দু যোগদান করেন কিনা তা সময়ই বলবে।

 


সম্পর্কিত খবর