শনিবার কলকাতায় শুভেন্দু সহ নতুনদের সংবর্ধিত করবে বিজেপি, হবে বৈঠকও

গেরুয়া শিবিরে যোগদানের ৮ দিন পর কলকাতায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)  সহ রাজ্যের ৯ বিধায়ক, ১ সাংসদ ও ১ প্রাক্তন সাংসদকে সংবর্ধিত করতে চলেছে বিজেপি। হেস্টিংসের নির্বাচনী কার্যালয়ে দেওয়ার কথা এই সংবর্ধনা। দুপুর ১২ টা নাগাদ শুভেন্দুর পৌঁছানোর কথা বিজেপির নির্বাচনী কার্যালয়ে।

suvendu 777x350 3

এর আগে মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েটরা যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন তখনও সংবর্ধনা দেওয়া হয়েছিল তাদের। এবার শুভেন্দুদের ক্ষেত্রেও ব্যাতিক্রম হচ্ছে না। এদিন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষের মতো নেতারাও থাকবেন এই অনুষ্ঠানে। সংবর্ধনা শেষে নব্য বিজেপিদের নিয়ে একটি বৈঠকও করবেন শীর্ষ নেতারা।

জানিয়ে রাখি,  ৭ জানুয়ারি মমতা ব্যানার্জী  এবং ৮ জানুয়ারি  শুভেন্দু অধিকারী  নন্দীগ্রামে কর্মসূচী করতে চলেছেন বর্তমান সময়ের রাজনীতির এই দুই  বিরোধী ব্যক্তিত্ব। নন্দীগ্রাম আন্দোলনের ইতিহাসে ১৪ ই মার্চ, ১০ ই নভেম্বর এবং ৭ ই জানুয়ারি- এই দিনগুলো খুবই উল্লেখযোগ্য। এবার ৭ ও ৮ জানুয়ারি পরপর  সভা করতে চলছেন মমতা- শুভেন্দু।

মমতার সভা সম্পর্কে ইতিমধ্যেই  কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী । তিনি বলেছেন, ৭ তারিখ মাননীয়া পুলিশ দিয়ে লোক জড়ো করবেন। ৮ তারিখ আমি ভালোবাসা দিয়ে লোক জড়ো করব।  ৭ তারিখ মাননীয়া যা বলবেন ৮ তারিখ আমি তার ধরে ধরে জবাব দেব।

অন্যদিকে,  নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দুর পাশাপাশি ক্ষোভ প্রকাশ করছেন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য (মাস্টারমশাই) ও। বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে নিজের ক্ষোভ উগড়ে দেন মাস্টার মশাই। তিনি জানান, তিনি নেত্রীর প্রতি আস্থাশীল৷ তবে প্রতিকার না হলে সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন৷

রবীন বাবুর বক্তব্যে ইঙ্গিত স্পষ্ট। অন্যদিকে লোকসভা ভোটে সিঙ্গুর বিধানসভায় অনেকটাই পিছিয়ে ঘাসফুল শিবির। এগিয়ে পদ্মশিবির। এরই মধ্যে এহেন ইঙ্গিত শাসকদলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তা বলাই বাহুল্য।

সম্পর্কিত খবর