বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ICC চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জয় শাহ (Jay Shah)। ৩৫ বছর বয়সী জয় শাহ আগামী ১ ডিসেম্বর বিদায়ী চেয়ারম্যান গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হবেন। এদিকে, দীর্ঘদিন ধরে BCCI সচিব পদে দায়িত্ব সামলানোর পর জয় এবার নতুন দায়িত্ব পেলেন। তবে জয় শাহের ICC চেয়ারম্যান হওয়ার পরেই তাঁর বাবা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে তীব্র কটাক্ষ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) জবাব দিলেন শুভেন্দু:
শুধু তাই নয়, ইতিমধ্যেই “এক্স”-এ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অমিত শাহের উদ্দেশ্যে কটাক্ষের সুরে জানিয়েছেন, “অভিনন্দন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী! আপনার ছেলে রাজনীতিবিদ হননি। কিন্তু তিনি ICC চেয়ারম্যান হয়েছেন। এটি বেশিরভাগ রাজনীতিবিদদের চেয়ে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ পদ। আপনার ছেলে সত্যিই খুব শক্তিশালী হয়ে উঠেছেন এবং আমি আপনাকে তাঁর সর্বোচ্চ কৃতিত্বের জন্য অভিনন্দন জানাই।”
এদিকে, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এহেন পোস্টের পরেই পাল্টা উত্তর দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, তিনিও “এক্স” মাধ্যমে একটি পোস্ট করে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। যেখানে তিনি মুখ্যমন্ত্রীর ভাইদের নাম সামনে এনে তাঁরা রাজ্যের ক্রীড়া প্রশাসনের যে উচ্চপদে রয়েছেন সেই বিষয়টি উপস্থাপিত করেছেন তিনি।
Congratulations, failed Chief Minister, Home Minister and Health Minister of WB !!!
Your brothers have not become politicians, but have become the following:-
Ajit Banerjee (Sasthi) – President of Indian Football Association (Governing body of Football in Bengal)
Babun… https://t.co/grmH14d7TH
— Suvendu Adhikari (@SuvenduWB) August 29, 2024
ওই পোস্টে শুভেন্দু মমতাকে (Mamata Banerjee) উদ্দেশ্য করে জানিয়েছেন “অভিনন্দন ব্যর্থ মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী। আপনার ভাইয়ের রাজনীতিবিদ হননি কিন্তু নিম্নোক্ত হয়েছেন।” তারপরে ওই পোস্টে রয়েছে অজিত বন্দ্যোপাধ্যায় (ষষ্ঠী) এবং বাবুন বন্দ্যোপাধ্যায়ের (স্বপন) নাম। শুভেন্দু জানিয়েছেন, অজিত বন্দ্যোপাধ্যায় ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি (রাজ্যে ফুটবলের গভর্নিং বডি)।
আরও পড়ুন: শামির মাঠে ফেরা নিয়ে ফের আশঙ্কা! কি পরিকল্পনা BCCI-এর? অবশেষে সামনে এল বড় আপডেট
পাশাপাশি, শুভেন্দু এটাও জানিয়েছেন যে, বাবুন ব্যানার্জি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি থেকে শুরু করে মোহনবাগান ফুটবল ক্লাবের গ্রাউন্ড সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গল অ্যামেচার বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল কাবাডি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে রয়েছেন।
আরও পড়ুন: ১,২০০ কোটির মালিক, রয়েছে ৪০০ টি গাড়ি! তবুও করেন নাপিতের কাজ, চমকে দেবে রমেশের কাহিনি
ওই পোস্টের শেষে বিরোধী দলনেতা জানান, “ক্রীড়া প্রশাসনের এই লোভনীয় পদগুলি একাধিক রাজনীতিবিদ চাইছেন। আপনার (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) ভাইয়েরা সত্যিই খুব শক্তিশালী হয়ে উঠেছেন এবং আমি তাঁদের কৃতিত্বের জন্য আপনাকে অভিনন্দন জানাই।”