জল্পনা বাড়িয়ে সোমেন মিত্র’র বাড়িতে শুভেন্দু অধিকারী, বড়সড় ফেরবদলের গুঞ্জন রাজনৈতিক মহলে

বাংলা হান্ট ডেস্কঃ প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর (Somen Mitra) বাড়িতে গিয়ে জল্পনা বাড়ালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জন্মদিনে প্রয়াত কংগ্রেস নেতার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান শুভেন্দু। গতকাল শুভেন্দুর সাথে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ও রিতেশ তিওয়ারিও উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারী সোমেন পুত্রকে তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাসও দেন। তিনি বলেন, ‘আপনারাও তৃণমূল ছেড়ে বেরিয়ে এসেছেন, আমিও সমস্ত পদ ছেড়ে দিয়েছি।” এই ঘটনার জেরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার সৃষ্টি হয়েছে।

image 2021 01 01 101631

বলে রাখি, ২০২০ সালেই প্রয়াত হন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। আর বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ছিল ওনার জন্মদিন। সেদিনই সোমেন মিত্রর বাড়ি গিয়ে ওনাকে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। সোমেন মিত্রর জন্মদিনে ওনার পরিবারের সদস্যরা বাড়িতে সোমেন স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

ওই অনুষ্ঠানে কংগ্রেস, সিপিএম বাদে বিজেপির নেতাদেরও আমন্ত্রণ করা হয়েছিল্ল বলে জানা যায়। তবে অতিথি তালিকায় কারা কারা ছিল, সেটা নিয়ে কিছু জানা যায়নি। তবে দিনের শেষে সন্ধ্যের সময় শুভেন্দু অধিকারী আরও কয়েকজন বিজেপির নেতাদের নিয়ে সোমেন মিত্রর বাড়িতে হাজির হন।

উল্লেখ্য, সোমেন মিত্রর ছেলে রোহন মিত্র এখন কংগ্রেসে রয়েছেন। তবে সম্প্রতি বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সাথে বাঁকুড়ায় দলের পর্যবেক্ষক হওয়া নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়। আর এমত অবস্থায় শুভেন্দু অধিকারীর সোমেন মিত্রর বাড়িতে যাওয়া নতুন করে জল্পনার সৃষ্টি করছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর