নন্দীগ্রাম থেকে সরাসরি প্রধানমন্ত্রীর বাসভবনে, আজ মোদীর সঙ্গে একান্ত সাক্ষাৎ শুভেন্দুর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ তিনি যে সম্মানের অধিকারী সেটা বুঝিয়ে দিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হারিয়ে রাজ্যের বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার দিল্লী উড়ে যান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সহসভাপতি জেপি নাড্ডা আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাতের পর আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

Police summoned two security CRPFs of Suvendu Adhikari

বুধবার বেলা ১২টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করবেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। রাজ্যে বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন শুভেন্দু অধিকারী।

একুশের বিধানসভা নির্বাচনে ২০০ আসন নিয়ে রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিল বিজেপি। কিন্তু ফলাফল আশানুরূপ না হওয়ায় বঙ্গ বিজেপির অনেক দলবদলু নেতাই এখন বেসুরো গাইছেন। নির্বাচনের আগে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন, বিজেপির হারের পর তাঁরাই এখন আবার তৃণমূলে ফিরে যাওয়া ইচ্ছে প্রকাশ করেছে। রাজীব বন্দ্যোপাধ্যায় সমেত অনেক হেভিওয়েট নেতাই এখন বিজেপির সঙ্গে দুরত্ব বজায় রেখে চলছে।

আর এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপির আগামী পদক্ষেপ কী হবে, কীভাবে দল পরিচালনা করতে হবে, সেই নিয়েই জেপি নাড্ডা, অমিত শাহ আর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একের পর এক বৈঠক করছেন শুভেন্দু অধিকারী। এছাড়াও ভোট পরবর্তী হিংসায় বিজেপির কর্মীদের বর্তমান অবস্থা নিয়ে অবগত করানো সহ রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে অভিযোগ জানাতে পারেন শুভেন্দু অধিকারী।

X