কয়লা-গরু পাচারকাণ্ডে ৯০০ কোটি টাকা পেয়েছে অভিষেক! বিস্ফোরক শুভেন্দু

বাংলাহান্ট ডেস্কঃ কয়লা ও গরু পাচার কাণ্ডের (Coal & Cow Scam) তদন্তে কোমর বেঁধে নেমে পড়েছে তদন্তকারী সংস্থা। একেরপর এক উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। এক সপ্তাহের মধ্যে দুবার সিবিআই দফতরে হাজিরাও দিয়েছে দীর্ঘ চার মাস গা ঢাকা দিয়ে থাকা মূল পাণ্ডা বিনয় মিশ্র। এমনকি শনিবারই দিল্লিতে গ্রেপ্তার করা হয়েছে বাঁকুড়া থানার আইসিকে। পাচার কাণ্ডের তদন্তে যখন দেশজুড়ে তোলপাড় চলছে ঠিক তখনই তৃণমূলের যুব সভাপতি অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে এবার বিরাট আর্থিক দুর্নীতির অভিযোগ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

বিনয় মিশ্রের জেরা করা এদিকে সিবিআই অনুমান করছে, তাঁর ২০০০ কোটি টাকার ব্যবসার পিছনে হাত রয়েছে প্রভাবশালীদের। ঠিক সেই সময়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বিনয় মিশ্রের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ করেন শুভেন্দু (Suevndu Adhikari)। একসময়ের মমতার সেনাপতি এই শুভেন্দু এদিন বলেন, ‘ভাইপোর কাছে টাকা পৌঁছে দিতেন বিনয় মিশ্র। ৯০০ কোটি টাকা গিয়েছে ভাইপোর কাছে।’ শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

Bengal Election : BJP ने ममता और भतीजे पर लगाया संगीन आरोप, कहा : 'बिनय मिश्रा ने तस्करी से दिए 900 करोड़ रुपए' |Bengal Election 2021: BJP made serious allegations against Mamata's

রাজ্যে দ্বিতীয় দফার নজরকাড়া ভোট পর্ব মিটে গিয়েছে। আসন্ন ৬ এপ্রিল ভোট তৃতীয়া। এরই মাঝে রবিবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে এই বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারীর। এদিন শুভেন্দু আরও অভিযোগ তোলেন, ‘রাজ্য পুলিশের একাংশও এই পাচার চক্রে জড়িত। কয়লা ও গরু পাচার চক্রে জড়িত ব্যানার্জি পরিবারও। এমনকি এই নির্বাচনে সেই পাচারের টাকাও বিলি করা হয়েছে বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু এদিন আরও অভিযোগ করেন, ‘২০১২-১৩ সাল থেকেই এই পাচার কাণ্ড চলে আসছে।’ এমনকি তিনি এও বলেন, ‘আমি নিজে এই নিয়ে একাধিকবার অভিযোগ করেছিলাম। কয়লা মাফিয়া লালা (Binoy Mishra) এই পুরো চক্র চালাতেন। পুলিশের যে আধিকারিকরা এই কাণ্ডে জড়িত তাঁরা সবাই ভাইপোর লোক বলে এদিনের সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর অভিযোগ করেন শুভেন্দুর’।


সম্পর্কিত খবর