বাংলাহান্ট ডেস্ক : সিএনজির পর এবার মারুতি সস্তায় ভারতে ইভি (Electric Vehicle) গাড়ি নিয়ে আসতে চলেছে। মারুতি (Maruti Suzuki) এই মডেলের নতুন বৈদ্যুতিক গাড়ির নকশা পেটেন্ট করেছে এখানে। নতুন এই গাড়ির নাম রাখা হয়েছে eWX। নতুন প্রজন্মের জন্য এই স্মার্ট গাড়িটিতে থাকছে অত্যাধুনিক সব বৈশিষ্ট্য।
একটি মিডিয়া রিপোর্ট দাবি করেছে, এই গাড়িটি আকারে কিছুটা ছোট হবে মারুতি এস-প্রেসোর থেকে। নতুন এই গাড়ির সামনেটা কিছুটা বক্সের মতো। Wagon R-এর ডিজাইনের সাথে মিল রয়েছে এই গাড়ির। মারুতি পরিকল্পনা করেছে 2027 সালের মধ্যে ভারতের বাজারে বেশ কিছু EV গাড়ি লঞ্চ করার।
আরোও পড়ুন : অবশেষে শুরু হচ্ছে স্ক্রুটিনি আর রিভিউ! এবার কী তবে পাল্টে যাবে মাধ্যমিকের মেরিট লিস্ট?
এই সেগমেন্টের eWX EV মডেলটি প্রথম লঞ্চ করা হতে পারে ভারতে। এই গাড়িটির উচ্চতা 1620 মিমি, গাড়িতে থাকবে অসাধারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এই গাড়িটিতে রয়েছে 2 স্পোক স্টিয়ারিং হুইল। সি-আকৃতির আলোক ইউনিট এই গাড়ির অন্যতম বৈশিষ্ট্য। মারুতির এই গাড়িটির দৈর্ঘ্য 3395 মিমি এবং প্রস্থ 1475 মিমি।
Suzuki eWX এর দাম এখনো প্রকাশ্যে আনা হয়নি। অনুমান করা হচ্ছে 2026 সালে এই গাড়ি বাজারে আসতে পারে। এই গাড়িতে অ্যালয় হুইল পাওয়া যাবে, এবং সামনে থাকবে একটি চার্জিং পয়েন্ট। একবার সম্পূর্ণ চার্জ দিলে এই গাড়িটি 230 কিলোমিটার পর্যন্ত চলবে। অনেকের অনুমান এই গাড়িটির এক্স শোরুম মূল্য 10 লক্ষ টাকার কাছাকাছি হতে পারে।