প্রয়াত হলেন স্বামী অগ্নিবেশ, এই কাজের জন্য হামেশাই থাকতেন শিরোনামে

বাংলা হান্ট ডেস্কঃ সমাজসেবী বলে পরিচিত স্বামী অগ্নিবেশ (Swami Agnivesh) ৮০ বছর বয়সে প্রয়াত হলেন। কিছুদিন আগেই ওনার শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। এরপর ওনাকে দিল্লীর লিভার এবং বাইিলারি সাইন্স হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বরিষ্ঠ ডাক্তারদের তত্বাবধানে ওনার চিকিৎসা চলছিল। কিন্তু ওনার শারীরিক অবস্থার উন্নতি হয় নি। লিভার সিরোসিস আর মাল্টি অরগান ফেল হওয়ার পর ওনাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল।

নানান সময় বিতর্কে উঠে আসা স্বামী অগ্নিবেশ ১৯৭০ সালে আর্য সভা নামের একটি রাজনৈতিক দল বানিয়েছিলেন। ১৯৭৭ সালে তিনি হরিয়ানার বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। আর হরিয়ানা সরকারে তিনি শিক্ষা মন্ত্রী ছিলেন। ১৯৮১ সালে স্বামী অগ্নিবেশ বন্ধুয়া মুক্তি মোর্চা নামে একটি সংগঠন শুরু করেন। স্বামী অগ্নিবেশ ২০১১ সালে আন্না হাজারের নেতৃত্বে দুর্নীতি বিরোধী আন্দোলনে অংশ নেন। উনি রিয়ালিটি শো বিগ বসেও অংশ নিয়েছিলেন। সম্প্রতি উনি বিজেপির তুখর সমালোচক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন।

agnivesh nov10 3

২১ সেপ্টেম্বর ১৯৩৯ সালে জন্মগ্রহণ করা স্বামী অগ্নিবেশ বারবার বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এসেছিলেন। ২০১১ সালে আন্না হাজারের আন্দোলনে অংশ নিলেও, কদিন পর মনোমালিন্য হওয়ায় তিনি সেই আন্দোলন থেকে সরে দাঁড়ান। এমনকি বিগ বসের ঘরেও মাত্র তিনদিনই টিকতে পেরেছিলেন তিনি।


Koushik Dutta

সম্পর্কিত খবর