করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী শিবমায়ানন্দ

বাংলাহান্ট ডেস্কঃ করোনার প্রাণ হারালেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট মহারাজ স্বামী শিবমায়ানন্দ (swami shivamayananda) (রণেন মহারাজ)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। বিহারে ১৯৩৪ সালে জন্মগ্রহণ করছিলেন রণেন মহারাজ। স্বামীজির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও।

https://twitter.com/jdhankhar1/status/1403410479851077633

করোনার দ্বিতীয় ঢেউ যেন আরও ভয়াবহ হয়ে উঠেছে। চারিদিকে ছড়িয়ে পড়েছে কান্নার রোল। এরই মাঝে গত ২২ শে মে জ্বর ও হাল্কা শ্বাসকষ্টের অসুস্থতার কারণে স্বামী শিবমায়ানন্দকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর করোনা টেস্ট করা হলে, রিপোর্ট পজেটিভ আসে। তারপর থেকে তাঁর করোনা চিকিৎসা শুরু করা হয়।

Swami Shivamayananda

কিন্তু চিকিৎসারত অবস্থায় তাঁর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হওয়ার দরুন, শুক্রবার রাত ৯টা বেজে ৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রণেন মহারাজ। করোনা যুদ্ধে হার মেনে নিলেন ৮৬ বছর বয়সী মহারাজ। জানা গিয়েছে, বহু বছর ধরে মিশনের বহু শাখার গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। তবে সম্প্রতি সময়ে শ্বাসকষ্ট, রক্তচাপ-সহ কিডনির সমস্যাও দেখা দিয়েছিল তাঁর। তারপর আবার করোনা আক্রান্তও হয়ে পড়েন তিনি। মহারাজের মৃত্যুতে তাঁর ভক্তরা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর