পড়ুয়াদের জন্য বিশাল সুখবর! স্কলারশিপে বিপুল অর্থ বরাদ্দ করল পশ্চিমবঙ্গ সরকার, মাস গেলে মিলবে এত টাকা

বাংলাহান্ট ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য একের পর এক নতুন নতুন প্রকল্প চালু করেছেন। বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে স্কুলের পড়ুয়া, তালিকা থেকে বাদ যায়নি কেউই। আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের পাশে দাঁড়াতে বেশ কিছু স্কলারশিপ (Scholarship) চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

এই স্কলারশিপগুলোর মধ্যে অন্যতম হল স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ (Swami Vivekananda Merit Cum Means Scholarship)।এই স্কলারশিপ মূলত একাদশ শ্রেণি থেকে স্নাতকোত্তর স্তরের সংখ্যালঘু সম্প্রদায় যেমন বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি, শিখ ধর্মের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য।

আরোও পড়ুন : নক্ষত্রপতন! না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেত্রী শ্রীলা মজুমদার, গভীর শোকে মূহ্যমান টলিপাড়া

এবার লোকসভা ভোটের আগে স্কলারশিপ নিয়ে বড়সড় চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্কলারশিপের খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই চমকে গিয়েছেন সকলে। জানা যাচ্ছে, এই স্কলারশিপ বাবদ ১৫০০ কোটি টাকা খরচ করার প্রস্তুতি নিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, স্কলারশিপের আওতায় পড়ুয়াদের বাৎসরিক ১২০০০ থেকে ৬০,০০০ টাকা বৃত্তি প্রদান করা হত।

আরোও পড়ুন : ১২০০ টাকার তাঁবুতেই কাটাবেন রাত, শুনবেন নদীর কলকল শব্দ! কম খরচেই ঘুরে আসুন এই পাহাড়ি গ্রাম

নবান্ন সূত্রে খবর, এই বছর স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ দু’টি বিভাগে প্রদান করা হচ্ছে। নতুন করে আবেদন এবং পুনর্নবীকরণ, এই দুটি বিভাগে আবেদন জমা নেওয়া হচ্ছে।  General Degree College, Polytechnic, Medical, Engineering বিভাগের পড়ুয়াদের পাশাপাশি উচ্চমাধ্যমিক পড়ুয়ারাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।

indian students using mobile phones 1

এই স্কলারশিপে আবেদন জানানোর জন্য শিক্ষার্থীদের পারিবারিক আয় বার্ষিক ২,৫০,০০০ টাকা বা তার কম হতে হবে। পাশাপাশি আগে শেষ পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক ছিল। এতে করে দুঃস্থ, মেধাবী পড়ুয়া বঞ্চিত হচ্ছিলেন বলে অভিযোগ।  তবে এবার পড়ুয়া ও তাদের অভিভাবকরা জানলে খুশি হবেন, বছর দুই আগেই সেই যোগ্যতা মান কমিয়ে ৬০ শতাংশ করা হয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর