শ্যামাপ্রসাদের পর এ বার বিবেকানন্দের মূর্তি ভাঙচুর! নিন্দনীয় ঘটনার সাক্ষী দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়

বাংলা হান্ট ডেস্ক : ছাত্র বিক্ষোভের মাঝেই ভেঙে দেওয়া হল দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের মূর্তি। যদিও কারা মূর্তিটি ভাঙলেও? সে বিষয়ে এখন অবধি সে বিষয়ে এখনও অবধি কোনও তথ্যই প্রকাশ্যে আসেনি। যদিও গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করেছে নিরাপত্তা রক্ষীরা। বর্তমানে স্বামী বিবেকানন্দের এই ভগ্ন মূর্তি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। ওই ভিডিও থেকে জানা গিয়েছে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি স্বামী বিবেকানন্দের মূর্তি ভেঙে দিয়েছে।218702 vivekananda 1

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই সেটি ভেঙে দেওয়া হয়েছে। তবে মূর্তি ভাঙার খবর প্রকাশ্যে আসতেই অভিযুক্তদের খুঁজে বের করে শাস্তির দাবিতে সরব হয়েছে দেশের শিক্ষা মহল। ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে জেএনইউ এর ছাত্র সংসদের সভাপতি ও ঘোষ জেএনইউ এর ছাত্ররা এই কাজ করেনি বলে দাবি তুলেছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোনও ধরনের গুন্ডামি কে সমর্থন করে না বলেও দাবি জানিয়েছেন তিনি পাশাপাশি ছাত্র আন্দোলনকে বিপথগামী করতে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

উল্লেখ্য বেশ কয়েক দিন ধরে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের ফি নিয়ে আন্দোলনে সামিল হয়েছিল ছাত্ররা লাগাতার বেশ কয়েক দিন ধরেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বরে বেতন বৃদ্ধির প্রতিবাদে সরব হয়ে আন্দোলনে সামিল হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। পড়ুয়াদের বিক্ষোভের জেরে বুধবার হস্টেল ফি এর বড় অংশ প্রত্যাহার করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে প্রথমে রাজ্যের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে শ্যামাপ্রসাদের মূর্তি এর পর দেশের অন্যতম নামী বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের মূর্তি ভাঙা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ দেশের বিদ্ধ জনেরা। কেন এ ভাবে বারবার মনীষীদের মূর্তিকেই টার্গেট করা হচ্ছে?প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে।


সম্পর্কিত খবর