বাংলাহান্ট ডেস্ক: অতি সম্প্রতি মা হয়েছেন জনপ্রিয় হরিয়ানভি ডান্সার তথা প্রাক্তন বিগ বস প্রতিযোগী স্বপ্না চৌধুরী (swapna chowdhury)। বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় হতে দেখা যায়নি। এমনকি নাচের অনুষ্ঠানও বন্ধ রেখেছিলেন স্বপ্না। অবশেষে মা হওয়ার পর প্রথম বার সোশ্যাল মিডিয়ায় লাইভে (live) এলেন স্বপ্না। আর এসেই দিল্লির কেজরীওয়াল সরকারকে (kejriwal government) একহাত নিলেন তিনি।
২৫ মিনিটের সোশ্যাল মিডিয়া লাইভে লকডাউন চলাকালীন শিল্পীদের রোজগারহীনতা নিয়ে কেজরীওয়াল সরকারের উদ্দেশে তোপ দাগেন স্বপ্না। তিনি আরো বলেন, বিয়ের অনুষ্ঠানে মাত্র ৫০ জন অতিথি আমন্ত্রণ করার নির্দেশ থাকায় বহু শিল্পী কর্মহীন হয়ে পড়েছেন। লকডাউনে নাচের অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন স্বপ্না নিজেও।
লাইভে তিনি আরো বলেন, বাসে, ট্রেনে ভিড়ে করোনার সংক্রমণ আরো বেশি হয়। অনেক জায়গায়ই নিয়ম পালন করা হচ্ছে না। কিন্তু সেদিকে কেজরীওয়াল সরকারের কোনো নজর নেই। শুধু বিবাহ অনুষ্ঠানেই অতিথি অভ্যাগতদের নিমন্ত্রণ সংখ্যায় বিধি নিষেধ লাগিয়েছে সরকার। এতে বহু শিল্পী সমস্যায় পড়েছেন কারণ এই বিয়ের মরশুমটাই তাদের রোজগারের সময়।
https://www.facebook.com/ItssapnaChoudhary/videos/2884730281799711/
প্রসঙ্গত, কয়েক মাস আগেই সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন স্বপ্না। তাঁর বিয়ের খবর ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। জানা যায়, লকডাউনের মধ্যেই জুলাই মাসে গোপনে বিয়ে সেরে চার মাস পরেই মা হয়েছেন তিনি।
অপরদিকে স্বপ্নার বিয়ে নিয়ে গুঞ্জনের মাঝে মুখ খোলেন তাঁর স্বামী বীর সাহু। তিনি স্পষ্ট জানান, গত ডিসেম্বরে বিয়ে করেছেন তাঁরা। তবে লকডাউনে গর্ভাবস্থায় কোনো শো করেননি স্বপ্না। কয়েকদিন আগেই মা হন তিনি। তারপর কিছুদিন বিশ্রাম নিয়ে ফের নাচের অনুষ্ঠান শুরু করেন স্বপ্না।