রিয়ার জামিনে মুখে হাসি স্বরা, সোনি রাজদানের, টুইট করে করলেন আনন্দ প্রকাশ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অবশেষে দীর্ঘ ২৮ দিন পর জামিন পেলেন সুশান্ত মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী (rhea chakraborty)। মঙ্গলবার রিয়ার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়ে দেওয়ার পরেই বুধবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে বম্বে হাই কোর্ট। তবে জামিন পেলেও গৃহবন্দি হয়েই থাকতে হবে অভিনেত্রীকে।

বেশ কিছুদিন ধরেই রিয়ার সমর্থনে গলা চড়াচ্ছিল বলিউডের একাংশ। তার মধ‍্যে রয়েছেন স্বরা ভাস্কর (swara bhaskar), সোনম কাপুর, অনুভব শুক্লা, তাপসী পান্নুর মতো তারকারা। রিয়া জামিন পেতেই মুখে হাসি ফুটেছে তাঁদের। সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করে আনন্দ প্রকাশ করেছেন এই সব তারকারা।

কিছুদিন আগেই রিয়ার মুক্তির দাবিতে সরব হয়েছিলেন স্বরা ভাস্কর। AIIMS এর চিকিৎসক সুধীর গুপ্তার বক্তব‍্য, খুন নয়, আত্মহত‍্যাই করেছেন সুশান্ত। তাঁর এই বক্তব‍্যের উপর ভিত্তি করেই রিয়া চক্রবর্তীর জামিনের দাবি করেন স্বরা ভাস্কর।

কংগ্রেস নেতা অধীর চৌধুরীর সুরে সুর মিলিয়ে স্বরা টুইট করে লেখেন, ‘একদম ঠিক স‍্যার।’ সঙ্গে হ‍্যাশট‍্যাগ দিয়ে লেখেন ‘রিলিজ রিয়া চক্রবর্তী’। এবারেও রিয়া জামিন পেতেই উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেন স্বরা।

টুইট করেন তাপসী পান্নুও। তিনি লেখেন, ‘আশা করছি এতদিন রিয়া জেলে থাকায় সেইসব মানুষদের অহং শান্ত হয়েছে যারা সুশান্তের বিচারের নামে নিজেদের ব‍্যক্তিগত বা পেশাগত সুবিধা মেটাচ্ছিলেন। প্রার্থনা করি নিজের জীবনের প্রতি যেন ও বীতশ্রদ্ধ না হয়ে পড়ে। জীবন কঠিন কিন্তু এটা এখনো শেষ হয়ে যায়নি।’

 

রিয়ার জামিনের খবরে টুইট করেছেন পরিচালক অনুভব শুক্লা ও মহেশ ভাটের স্ত্রী সোনি রাজদানও। প্রসঙ্গত, দীর্ঘ ২৮ দিন পর জেলের বাইরে বেরোতে পারলেন রিয়া। সুশান্ত সিং রাজপুত মামলায় মাদক যোগে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরো গ্রেফতার করে রিয়াকে। তারপর থেকে মুম্বইয়ের বাইকুল্লা জেলই ছিল তাঁর ঠিকানা। তবে রিয়া জামিন পেলেও মুক্তি পাননি ভাই শৌভিক চক্রবর্তী।

এর আগে রিয়ার বিচার বিভাগীয় হেফাজতে থাকার সময়সীমা ছিল ২০ অক্টোবর পর্যন্ত। গতকাল, মঙ্গলবারই তা বাড়িয়ে ২০ অক্টোবর পর্যন্ত করা হয়। তারপর আজ, বুধবার শুনানিতে ১ লক্ষ টাকার বন্ডে জামিন পান রিয়া চক্রবর্তী। তবে তাঁর ভাই শৌভিককে এখনো জেলেই থাকতে হবে।

X