বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই AIIMS এর চিকিৎসকের দল জানিয়ে দিয়েছে সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) ভিসেরা পরীক্ষা করে তাঁর শরীরে কোনো রকম বিষ বা ড্রাগের চিহ্ন পাওয়া যায়নি। চিকিৎসক সুধীর গুপ্তার বক্তব্য, খুন নয়, আত্মহত্যাই করেছেন সুশান্ত। এবার তাঁর এই বক্তব্যের উপর ভিত্তি করেই রিয়া চক্রবর্তীর (rhea chakraborty) জামিনের দাবি করলেন স্বরা ভাস্কর (swara bhaskar)।
কংগ্রেস নেতা অধীর চৌধুরীর সুরে সুর মিলিয়ে স্বরা টুইট করে লেখেন, ‘একদম ঠিক স্যার।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখেন ‘রিলিজ রিয়া চক্রবর্তী’। নিজের টুইটে অধীর লেখেন, ‘সুশান্ত জির মৃত্যুতে আমরা সকলেই শোকাহত। কিন্তু একজন মহিলাকে মিথ্যে ভাবে ফাঁসিয়ে তাঁকে সম্মান জানানো যায় না। আমি আগেই বলেছি রিয়া চক্রবর্তী নির্দোষ। কালবিলম্ব না করে তাঁকে মুক্তি দেওয়া হোক। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি।’
Well done sir! 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽 #ReleaseRheaChakraborty https://t.co/a5J7IbQgZM
— Swara Bhasker (@ReallySwara) October 4, 2020
প্রসঙ্গত, ১৪ জুন অভিনেতার মৃত্যুর পরপরই কুপার হাসপাতালে তাঁর দেহের ময়নাতদন্ত হয়। সেই রিপোর্টে উঠে আসে দীর্ঘক্ষণ গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকার ফলেই মৃত্যু হয়েছে সুশান্তের। কিন্তু তাদের রিপোর্টে আশ্বস্ত না হওয়ায় ফের AIIMS এর চিকিৎসকদের একটি দলকে সুশান্তের ভিসেরা পরীক্ষা ও ময়না তদন্তের রিপোর্ট খতিয়ে দেখার নির্দেশ দেয় সিবিআই।
এর আগেই প্রকাশ্যে আসে ভিসেরা রিপোর্ট।জানা যায়, অভিনেতার শরীরে বিষের কোনো চিহ্ন মেলেনি। এরপর সুধীর গুপ্তের নেতৃত্বে সুশান্তের ভিসেরা ও ময়না তদন্ত রিপোর্ট পরীক্ষা করার পর AIIMS এর চিকিৎসকদের দল এই সিদ্ধান্তে এসেছে যে সুশান্তকে খুন করা হয়নি। তিনি আত্মহত্যা করেছেন।
অপরদিকে এর মাঝে ভাইরাল হয়েছে এক বিষ্ফোরক অডিও ক্লিপ। সেখানে চিকিৎসক সুধীর গুপ্তাকে বলতে শোনা যাচ্ছে, “খুন করা হয়েছে সুশান্ত সিং রাজপুতকে”।
এক বেসরকারি সংবাদ মাধ্যমের তরফে এমন চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। ওই সংবাদ মাধ্যমের দাবি, তাদের কাছে একটি অডিও ক্লিপ রয়েছে যেখানে AIIMS চিকিৎসক সুধীর গুপ্তাকে বলতে শোনা যাচ্ছে, এটা আত্মহত্যা নয়। সুশান্তকে খুন করা হয়েছিল।
রিপোর্ট অনুযায়ী, প্রথমে অভিনেতার মরদেহের ছবি দেখে এমনটাই মন্তব্য করেছিলেন সুধীর গুপ্তা। এরপরেই আবারো ফরেন্সিক তদন্তের দাবি জানিয়েছে প্রয়াত অভিনেতার পরিবার।