বাংলাহান্ট ডেস্ক: বলিউডে পা রেখে প্রশংসা কুড়োলেও এখন মোটেই দর্শকদের প্রিয় নন স্বরা ভাস্কর (Swara Bhaskar)। সমস্ত বিষয়ে নিজস্ব মতামত প্রকাশ করে নেটনাগরিকদের একটা বড় অংশের বিরাগভাজন হয়েছেন তিনি। স্বরার বিষ্ফোরক টুইট মাঝেমধ্যেই চর্চার বিষয় হয়ে ওঠে। এমতাবস্থায় তাঁর অভিনয় জীবনের তুলনায় এইসব বিতর্কের জন্যই বেশি পরিচিতি তৈরি হচ্ছে স্বরার, আর ডুবে যাচ্ছে তাঁর অভিনয় কেরিয়ার।
গত ১৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে স্বরা অভিনীত ‘যাহা চার ইয়ার’। নাম থেকেই স্পষ্ট, চার বান্ধবীর গল্পই এই ছবির বিষয়বস্তু। সোশ্যাল মিডিয়ায় ছবির প্রচারও করেছিলেন স্বরা। কিন্তু তখনো যেমন সাড়া পাননি, ছবি মুক্তির পরেও ফাঁকাই থেকে গিয়েছে হল। দর্শকরা দেখতেই যায়নি স্বরার ছবি। ছবির IMDb রেটিং নাকি মাত্র ৪.৪।
একেই বলিউডের হাল এখন বেহাল। পরপর সব ছবি বয়কট করছেন দর্শকরা। তার মধ্যে ‘ব্রহ্মাস্ত্র’ একটু হলেও ব্যবসার হাল ফিরিয়েছে ইন্ডাস্ট্রির। আপাতত বলিউডে ব্রহ্মাস্ত্রই চলছে। তার মধ্যে মুক্তি পাওয়ায় ‘যাহা চার ইয়ার’ যে গুরুতর ভাবে ফ্লপ হতে চলেছে তা আগে থেকেই বোঝা গিয়েছিল।
কিন্তু ছবিটি যে এভাবে মুখ থুবড়ে পড়বে তা ভাবতেও পারেননি স্বরা। একেই ব্রহ্মাস্ত্রর কোপ, তার উপরে স্বরার বিরূপ ভাবমূর্তি দুয়ের প্রভাবে ডুবে গিয়েছে যাহা চার ইয়ার। ব্যবসার হাল এতটাই খারাপ যে কোনো ট্রেড অ্যানালিস্ট পর্যন্ত আপডেট দেয়নি এই ছবির।
তবে শোনা যাচ্ছে, এতদিনে মাত্র কয়েক লাখ টাকাই কামিয়েছে যাহা চার ইয়ার। মনে করা হচ্ছে, সব মিলিয়ে আনুমানিক ৫০ লাখ টাকা মতো তুলতে পারবে এই ছবি। ফিল্ম সমালোচকদের দাবি, এই ছবির রিভিউ দেওয়ার মতো কিছুই নেই। ছবিতে অশ্লীল সংলাপ ভর্তি। এমনিতেই হল পায়নি ছবিটি। তার মধ্যে আবার ছবির যা হাল, দর্শকরা কেউই দেখতে যাচ্ছে না। যে কজন স্বরার ছবির টিকিট কিনছেন তাদেরও ব্রহ্মাস্ত্র দেখতে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে খবর।