‘নিজের বাড়িতে বসে আরাম করতে লজ্জা লাগে’, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে উদ‍্যোগী স্বরা ভাস্কর

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন খালি পেটে, মাইলের পর মাইল হেঁটে বাড়ি ফিরছে। সেখানে নিজের বাড়িতে বসে আরাম করতে লজ্জা লাগে। এমনটাই বক্তব‍্য অভিনেত্রী স্বরা ভাস্করের‍ (swara bhaskar)। তাই তিনি উদ‍্যোগ নিয়েছেন পরিযায়ী শ্রমিকদের (migrant workers) নিজের বাড়িতে পাঠানোর।


সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বরা জানান, গত সপ্তাহে মুম্বই থেকে দিল্লি ফেরার পর পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর উদ‍্যোগ নিয়েছেন তিনি। যারা যারা এখন বাড়ি ফিরতে আগ্রহী তাদের সকলের নাম ধাম সহ সব তথ‍্য সংগ্রহ করা থেকে শুরু করে দিল্লি সরকারের অনুমতি নিয়ে তাদের ট্রেনের টিকিটের বন্দোবস্ত করা সবই করছেন স্বরা ও তাঁর টিম।


এখনও পর্যন্ত ১৩৫০ জন পরিযায়ী শ্রমিককে বিহার ও উত্তর প্রদেশে নিজেদের বাড়িতে পৌঁছে দিয়েছেন অভিনেত্রী। আম আদমি পার্টির এমএলএ দিলীপ পাণ্ডেকেও এই উদ‍্যোগে সাহায‍্য করার জন‍্য ধন‍্যবাদ জানিয়েছেন স্বরা। অপরদিকে দিলীপ পাল্টা বলেছেন, ‘স্বরা প্রথমে চেয়েছিলেন ত্রাণ তহবিল তৈরি করতে যাতে পরিযায়ী শ্রমিকদের জন‍্য বাসের বন্দোবস্ত করা যায়। আমি ওনাকে অনুরোধ করলাম কারা কারা বাড়ি যেতে চান তার তালিকা আমাদের দিতে। এভাবে আমরা অনেক সুশৃঙ্খল ও সুরক্ষিত ভাবে শ্রমিকদের বাড়ি পাঠাতে পারছি।’
প্রসঙ্গত, সম্প্রতি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে মালগাড়ি চাপা পড়ে শ্রমিকদের মৃত‍্যুতে ফুঁসে উঠেছেন স্বরা। ওই মর্মান্তিক ঘটনার পর অবশেষে এই বিষয়ে মুখ খুলতে দেখা গিয়েছে তাঁকে। টুইটারে এক ব‍্যক্তি সরকারের বিরুদ্ধে সওয়াল করেন, ২ দিনের বদলে ৯ দিনে কেন এসে পৌঁছাচ্ছে শ্রমিক স্পেশাল ট্রেন। এক দিনেই ৭ জন মারা গিয়েছেন।

এই টুইটটি রিটুইট করে স্বরা লিখেছেন, এটা খুন। শ্রমিক মৃত‍্যুর মর্মান্তিক ঘটনার বেশ কিছুদিন পর ফের এই বিষয়টা নিয়ে সরগরম হয়ে উঠেছে নেটপাড়া।

সম্পর্কিত খবর

X