হাসিমুখে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’য় স্বরা ভাস্কর, একগোছা লাল গোলাপ উপহার দিলেন রাহুলকে

বাংলাহান্ট ডেস্ক: কংগ্রেসের (Congress) ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) প্রথম থেকেই চর্চায়। এর আরো একটা কারণ, মিছিলে একাধিক বিনোদুনিয়ার তারকাদের উপস্থিতি। পূজা ভাট, রিয়া সেনের পর এবার কংগ্রেসের মিছিলে পা মেলালেন অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar)। রাহুল গান্ধীর (Rahul Gandhi) পাশে পাশে হাঁটার ছবি নিজেই শেয়ার করে নিয়েছেন সোশ‍্যাল মিডিয়ায়।

১ লা ডিসেম্বর মধ‍্য প্রদেশে ভারত জোড়ো যাত্রায় অংশ নেন স্বরা। ধূসর রঙের সালোয়ার কামিজে এদিন দেখা মেলে অভিনেত্রীর। রাহুল গান্ধীর পাশে পাশে হাঁটতে হাঁটতে আলোচনাও করতে দেখা যায় দুজনকে। নিজেই এদিনের কিছু ছবি শেয়ার করে স্বরা একটি টুইট করেছেন।

451682 swara bhaskar1 1 5607919 835x547 m
অভিনেত্রী লিখেছেন, ‘আজ ভারত জোড়ো যাত্রায় যোগ দিয়ে রাহুল গান্ধীর সঙ্গে হাঁটলাম। এই উদ‍্যম, প্রতিশ্রুতি আর ভালবাসা সত‍্যিই অনুপ্রেরণাদায়ক। সাধারণ মানুষের অংশগ্রহণ, কংগ্রেস কর্মীদের উদ্দীপনা এবং রাহুল গান্ধীর সবার প্রতি নজর এবং যত্ন সত‍্যিই অসাধারণ!’

অপর একটি টুইটে স্বরা লিখেছেন, ‘এমন একটা সময়ে যখন ঘৃণাই সাধারণ ব‍্যাপার আর মুখ‍্য যুক্তি হল ‘নির্বাচন জেতার জন‍্য যত নীচে নামা যায় ক্ষতি নেই’, যখন সমাজ এতটাই নিষ্ঠুর যে জঘন‍্যতম অপরাধেও আমাদের চোখের পাতা কাঁপে না, ভারত জোড়ো যাত্রা হল ঘৃণা দমন করার নতুন ভাবনা চিন্তার বহিঃপ্রকাশ’।

স্বরার মিছিলে হাঁটার একাধিক ছবি ভাইরাল হয়েছে। তার মধ‍্যে একটিতে তাঁকে একগোছা লাল গোলাপ উপহার দিতে দেখা যায় রাহুল গান্ধীকে। তিনি জানান, একজন গোলাপের তোড়াটি রাহুলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন। স্বরার টুইটে সমালোচনা এবং নিন্দার ঝড় উঠেছে। নেটিজেনরা তীব্র কটাক্ষ করেছেন তাঁকে। এমনকি ‘নির্লজ্জ’ তকমাও পেয়েছেন স্বরা।

https://twitter.com/ReallySwara/status/1598249943646769152?t=FWv6duAU0wnkYuPdWXTHZQ&s=19

উল্লেখ‍্য, গত ৭ সেপ্টেম্ব‍র শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। ৭ টি রাজ‍্য এবং ৩৬ টি জেলা এখনো পর্যন্ত সম্পূর্ণ করেছে মিছিল। এখনো পর্যন্ত বলিউডের একাধিক তারকাকে হাঁটতে দেখা গিয়েছে ভারত জোড়ো যাত্রায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর