বাংলাহান্ট ডেস্ক: আবারো সংবাদ শিরোনামে অভিনেত্রী স্বরা ভাস্কর (swara bhaskar)। মানহানির অভিযোগ করে ইউটিউবার এলভিস যাদবের বিরুদ্ধে দিল্লি পুলিসের কছে মামলা দায়ের করেছেন স্বরা। তাঁর অভিযোগ, একটা ছবির দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিজনক কথা হ্যাশট্যগ ট্রেন্ড করিয়েছেন ওই ইউটিউবার। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ডি, ৫০৯ ধারা এবং IT অ্যাক্টে ৬৭ ধারা অনুযায়ী মামলা দায়ের হয়েছে ইউটিউবারের বিরুদ্ধে।
এর আগেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে জড়িয়ে করা একটি অশ্লীল কমেন্টের বিরোধিতা করেছিলেন স্বরা। এলভিসের শুরু একরা একটি ট্রেন্ডকে ‘সাইবার যৌন শোষন’ এর আখ্যা দিয়ে অভিনেত্রী বলেন শুধু তাঁকে একা নয়। আরো অনেক মহিলাকেই এ ধরনের ট্রেন্ড অস্বস্তিতে ফেলে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বরা দিবি করেছিলেন, নেটদুনিয়ায় সবথেকে বেশি ঘৃণিত বলিউড তারকা কেউ থাকলে সেটা তিনিই। সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগে ট্রোলারদের একহাত নিয়েছিলেন স্বরা। তাঁর বক্তব্য ছিল, ট্রোলাররা চায় যাতে সোশ্যাল মিডিয়ায় ভয়ে ভয়ে থাকেন তিনি সবসময়।
২০১৮ তে মুক্তি পেয়েছিল ভীরে দি ওয়েডিং। তিনবছর কেটে গেলেও এখনো ট্রোলের হাত থেকে নিস্তার পাননি অভিনেত্রী। ছবিতে স্বরা অভিনীত বিতর্কিত হস্তমৈথুনের দৃশ্যটি নিয়ে তুমুল বিতর্ক, সমালোচনা হয়েছিল নেটমহলে। স্বরা ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন করিনা কাপুর খান, সোনম কাপুর এবং শিখা তালসানিয়া।
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে স্বরা লেখেন, ‘সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একটি ভার্চুয়াল পাবলিক স্পেস, ঠিক যেমন রাস্তা ও রেস্তোরাঁ। কিন্তু প্রকাশ্যে যে নূন্যতম ভদ্র সভ্য আচরণ করা হয় অনলাইনে সেটুকুও হয় না। ভীরে দি ওয়েডিং এর পর থেকে আমি একটি ফুলের ছবি পোস্ট করলেও মানুষ সেখানে হস্তমৈথুন বা আঙুলের প্রসঙ্গ টেনে আনেন। এটা খুবই নোংরা আচরণ এবং সাইবার যৌন হেনস্থার মধ্যে পরিগণিত হয়। এই কারণেই অনলাইনে আমি কম সক্রিয় থাকি। ভার্চুয়াল পাবলিক স্পেসটা ঘৃণা, সমালোচনায় ভরে যাক সেটা আমরা হতে দিতে পারি না।’