ইসলাম মতে অবৈধ স্বরা-ফাহাদের নিকাহ! ধর্ম বদলাতে হবে, অভিনেত্রীকে নিদান মৌলানার

বাংলাহান্ট ডেস্ক: ইন্ডাস্ট্রিকে বড়সড় চমক দিয়েছেন স্বরা ভাস্কর (Swara Bhaskar)। সমাজবাদী পার্টি নেতা ফাহাদ আহমেদের সঙ্গে নিকাহ সেরে নিয়েছেন তিনি। এখনো পর্যন্ত শুধু এনগেজমেন্ট এবং আইনি বিয়েই সেরেছেন দুজনে। আগামী মাসে দিল্লিতে নাকি ধুমধাম করে সামাজিক বিয়ের আয়োজন করা হতে চলেছে। কিন্তু তার আগে আইনি বিয়ে নিয়েই দেখা দিয়েছে সমস্যা। স্বরার এই বিয়ে নাকি বৈধ নয়, স্পষ্ট জানিয়ে দিয়েছে বরেলির মৌলানা।

উল্লেখ্য স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টের আওতায় রেজিস্ট্রি ম্যারেজ করেছেন তাঁরা। কিন্তু স্বরার এই বিয়ে মানতে নারাজ বরেলির আলা হজরত দরগার মৌলানা শাহাবুদ্দিন। তিনি বলেন, ইসলামে স্পষ্ট বলা রয়েছে পাত্রী যদি অমুসলিম হয় এবং মুসলিম পাত্রের সঙ্গে নিকাহ করতে রাজি হয়, তবে তাকে আগে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে।

swara

ওই মৌলানা আরো বলেন, মেয়ে হোক বা ছেলে, আগআগে ইসলাম গ্রহণ করতে হবে তাঁকে। তবেই সেই বিয়ে কোরান এবং হাদিসে বৈধ মানা হবে। মৌলানা স্পষ্টই বলেন, বিয়েটাকে বৈধ করতে হলে স্বরাকে ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে।

অন্যদিকে স্বরা এবং তাঁর এই বিয়ে নিয়ে চর্চা এবং ট্রোলিং দুটোই অব্যাহত। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন স্বরা। এদিন টুকটুকে লাল শাড়ি আর অফ হোয়াইট রঙের ব্লাউজে সেজেছিলেন তিনি। সঙ্গে পরেছিলেন হালকা গয়না। ফাহাদের পরনে ছিল সাদা কুর্তা পাজামা এবং স্বরার সঙ্গে টুইনিং করে লাল জহর কোট।

নিজের বাবা মা এবং ফাহাদের বাবা মাকে সঙ্গে নিয়ে একটি ফ্যামিলি ফটো শেয়ার করেছেন স্বরা। সেই ছবি নিয়েই ফের একপ্রস্থ ট্রোলিং শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ ছবিতে সকলকেই হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা গেলেও ফাহাদের মুখের কাঁদোকাঁদো অভিব্যক্তি নজর এড়ায়নি কারোরই।

ছেলের পাশে দাঁড়িয়েও মুখে হাসি নেই ফাহাদের মায়ের। বিষয়টা লক্ষ্য করে একজন লিখেছেন, ‘শাশুড়িকে দেখে খুশি হয়েছেন বলে মনে হচ্ছে না’। কেউ আবার লিখেছেন, ‘বৌমাকে দেখে খুশি হতে পারছেন না ফাহাদের মা। ওঁকে অবশ্য দোষও দেওয়া যায় না!’ কয়েকজন আরো এক ধাপ এগিয়ে লিখেছেন, পণ হিসাবে ফ্রিজ চাইতে পারেন ফাহাদ। আবার কেউ পরামর্শ দিয়েছেন পাকিস্তানে চলে যেতে।


Niranjana Nag

সম্পর্কিত খবর