মিছিলেই দেখা, সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদকে আচমকাই বিয়ে করে তাক লাগালেন স্বরা ভাস্কর

বাংলা হান্ট ডেস্ক : অশেষে বিয়ের পিঁড়িতে। বিয়েটা করেই নিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar)। সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে ৬ জানুয়ারি আইনি বিয়ে সেরেছেন অভিনেত্রী। রীতিমতো সবাইকে চমক দিয়ে বৃহস্পতিবার রেজিস্টারের ঘরের বাইরের বিয়ের সেই ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন স্বরা।

আইনি বিয়ের সেই ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে ‘তনু ওয়েড্‌স মনু’র অভিনেত্রী লেখেন, ‘অনেক সময় আমরা এমন কিছু খুঁজি যা চোখের সামনেই থাকে, কিন্তু আমরা দূরে খুঁজতে থাকি। আমরা ভালবাসা খুঁজছিলাম। কিন্তু খুঁজে পেলাম বন্ধুত্ব। তার পর একে অপরকে খুঁজে পেলাম। আমার মনে তোমাকে স্বাগত ফাহাদ। এখানে অনেক শোরগোল, কিন্তু এই মন তোমার।’

swara 2

বার বার একাধিক রাজনৈতিক মঞ্চে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। এই রাজনীতির মঞ্চেই কি তাঁদের প্রথম দেখা? তেমনটাই বলছে স্বরার তৈরি এই ভিডিও। প্রথম চোখে চোখ থেকে মঞ্চে কথা বলা, সব মুহূর্তই এই ভিডিওতে ভাগ করে নিলেন অভিনেত্রী। আগে তাঁর ইনস্টাগ্রামে প্রেমের আভাস পাওয়া গেলেও ভালোবাসার মানুষটির খোঁজ পাওয়া যায়নি এতকাল। বলিপাড়ায় ছিল অন্য গুঞ্জন। অনেকেই মনে করেছিলেন লেখক হিমাংশু শর্মার সঙ্গে প্রেমে জড়িয়েছেন স্বরা। অবশেষে সত্য সামনে এল।

বলিউডে অভিনয়ের পাশাপাশি বহুদিন ধরেই স্বরা রাজনীতির মঞ্চে দেখা পাওয়া যাচ্ছিল। বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছেন নায়িকা। অভিনেত্রী বলে নিজেকে কখনও পিছনে রাখেননি। স্পষ্টবাদী হিসেবে সুনামও রয়েছে। অন্যদিকে ফাহাদের ট্যুইটার বায়ো বলছে তিনি সমাজবাদী পার্টির যুব সংগঠনের মহারাষ্ট্র ইউনিটের সভাপতি।

https://www.instagram.com/reel/CouLeOhA8-d/?igshid=YmMyMTA2M2Y=

এর আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে  জল্পনা উস্কে দিয়েছিলেন স্বরা। এক পুরুষের বাহুডোরে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সঙ্গে লেখা ছিল, ‘এই হয়তো প্রেম’। কিন্তু পুরুষের মুখ স্পষ্ট ছিল না।

Sudipto

সম্পর্কিত খবর