‘ভারতের নতুন প্রধানমন্ত্রী দরকার’, টুইট বিতর্কে স্বরাকে তুলোধনা নেটজনতার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ফের একবার নেটপাড়ার বাসিন্দাদের রোষের মুখে পড়লেন অভিনেত্রী স্বরা ভাস্কর (swara bhaskar)। অবশ‍্য এমনটা নতুন কিছুই নয়। কেন্দ্রবিরোধী মন্তব‍্য ও বিতর্কিত টুইটের জেরে প্রায়ই কাঠগড়ায় দাঁড় করানো হয় তাঁকে। এবারে ভারতের জন‍্য নতুন প্রধানমন্ত্রীর (prime minister) দাবি জানিয়ে আক্রমণের শিকার হয়েছেন স্বরা।

সম্প্রতি সাংবাদিক শেখর গুপ্তা টুইট করে লেখেন, ‘প্রধানমন্ত্রী যদি দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চান তবে তাঁর নতুন টিম দরকার।’ এই টুইটের উত্তরে স্বরা পালটা লেখেন, ‘ভারতের নতুন প্রধানমন্ত্রী দরকার যদি দেশবাসীরা তাদের প্রিয়জনকে নিঃশ্বাস নেওয়ার জন‍্য ছটফট করতে না দেখতে চান।’


স্বরার এই টুইট ঘিরেই উত্তাল নেটদুনিয়া। টুইটারে ইতিমধ‍্যেই ট্রেন্ড করতে শুরু করেছে অভিনেত্রীর নাম। স্বরাকে রীতিমতো তুলোধনা করছেন নেটিজেনরা। একের পর এক মিম তৈরি হচ্ছে তাঁকে নিয়ে। দেশদ্রোহী, পাকিস্তান প্রেমী তো বটেই, রামায়ণের ‘মন্থরা’র সঙ্গে স্বরার তুলনা করেছেন অনেকে।

একজন লিখেছেন, ‘২০২৪ এর আগে তো প্রধানমন্ত্রী বদলানো যাবে না। ততদিন একটু মানিয়ে চলুন’। আবার একজন কটাক্ষ করে লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে নতুন দুজন মুখ‍্যমন্ত্রীও রয়েছে। দিল্লি ও মহারাষ্ট্রের জন‍্য একদম নতুন সংস্করণ’।

এর আগে প্রতিবেশী পাকিস্তানের প্রশংসা করায় অভিনেত্রীকে তুলোধনা করেন নেটজনতার একাংশ। স্বরাকে ‘দেশদ্রোহী’ আখ‍্যা দিয়ে ভারত ছেড়ে চলে যাওয়ার নিদানও দেওয়া হয়। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল অবস্থা গোটা দেশে। মিলছে না পর্যাপ্ত অক্সিজেন, বেড।

এমতাবস্থায় প্রতিবেশী দেশ পাকিস্তান ও চিন ভারতের দিকে সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছে।
পাক প্রধানমন্ত্রী ইমরান খান প্রস্তাব দিয়েছেন গোটা বিশ্বের এই সংকটের সময় দুই দেশের উচিত একসঙ্গে এই পরিস্থিতির মোকাবিলা করা। টুইটারে ট্রেন্ডিংএ আসে ‘পাকিস্তান স্ট‍্যান্ডস উইথ ইন্ডিয়া’, ‘ইন্ডিয়া নিডস অক্সিজেন’ এর মতো হ‍্যাশট‍্যাগ। পড়শি দেশের এই মহানুভবতায় আপ্লুত স্বরা।

পাকিস্তানের প্রশংসা করে অভিনেত্রী লেখেন, ‘এই বিপর্যস্ত সময়ে যখন সাধারণ মানুষ ও সোশ‍্যাল মিডিয়া ভারতের উদ্দেশে সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছে তা দেখে সত‍্যিই খুব ভাল লাগছে। আমাদের মিডিয়া ও সাধারণ মানুষ ক্রমাগত পাকিস্তানিদের ঠাট্টা বিদ্রূপ করে গিয়েছে তা সত্ত্বেও। এই বড় মনের জন‍্য ধন‍্যবাদ প্রতিবেশী।’

আর এই টুইটের জেরেই সমালোচনার মুখে পড়েন স্বরা। পাকিস্তানের প্রশংসা করায় তাঁকে রীতিমতো আক্রমণ করেন নেটিজেনদের একাংশ। স্বরাকে দেশদ্রোহী আখ‍্যা দিয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শও দেওয়া হয়। তবে অভিনেত্রীর এই পোস্টে কয়েকজন পাক নাগরিকের সমর্থনও পেয়েছেন অভিনেত্রী।

সম্পর্কিত খবর

X