শাহরুখ খান হওয়ার স্বপ্ন ছিল, বি গ্রেড অভিনেত্রী হয়েই রয়ে গেলেন! আক্ষেপ স্বরা ভাস্করের

বাংলাহান্ট ডেস্ক: তাঁকে ঘিরে অনেক বিতর্ক। কখনো ‘বি গ্রেড’ অভিনেত্রীর তকমা লাগে তাঁর গায়ে, কখনো আবার তাঁর চরিত্র, মতামত নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু তবুও তাঁকে দমিয়ে রাখা যায় না। তিনি স্বরা ভাস্কর (Swara Bhaskar), বলিউডের অন‍্যতম বিতর্কিত অভিনেত্রী। এখন বিতর্কের জন‍্যই তাঁর নাম হলেও এক সময় তিনি ছিলেন বলিউডে ‘বহিরাগত’।

ইন্ডাস্ট্রিতে প্রায় এক দশক কাটিয়ে ফেলেছেন স্বরা। আরো অনেকের মতোই তিনিও মুম্বইয়ে পা রেখেছিলেন জনপ্রিয় হওয়ার স্বপ্ন নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বরা জানান, তিনি ‘শাহরুখ খান’ হতে চেয়েছিলেন। সেই স্বপ্ন নিয়েই বলিউডে এসেছিলেন অভিনেত্রী।

Swara srk
সাক্ষাৎকারে নিজের কেরিয়ারের শুরুর দিনগুলোর কথাই মনে করেছেন স্বরা। মুম্বইয়ে বাড়ি খুঁজতে গিয়েই প্রথম হোঁচটটা খেয়েছিলেন তিনি। কোনো বাড়ির মালিকই স্বরা আর তাঁর বন্ধুকে ভরসা করে ভাড়া দিতে রাজি ছিলেন না। কারণ তাঁরা ভাবতেন, এরা ভবঘুরে মেয়ে, দুদিন পরে প্রেমিকদের ঘরে এনে তুলবে।

এদিকে স্বরা তখনো মুখ বন্ধ রাখার মেয়ে ছিলেন না। তিনি আবার এক বাড়ির মালিককে স্বাধীনতার অধিকার নিয়ে ছোটখাট জ্ঞানও দিয়ে দিয়েছিলেন! ফলত তাঁদের বাড়ি পাওয়ার পথ আরোই দুর্গম হয়ে ওঠে। বলিউডে একজন বহিরাগতর পায়ের তলার জমি শক্ত করা যে কতটা শক্ত সেটাই সাক্ষাৎকারে তুলে ধরেছেন স্বরা।

অভিনেত্রী বলেন, তিনি শুধু বলিউডে নাম করতেই আসেননি। এসেছিলেন ‘শাহরুখ খান’ হতে। পদে পদে স্ট্রাগল করতে করতে শেষমেষ ২০০৯ সালে বলিউডে ডেবিউ করেন স্বরা। তাঁর প্রথম ছবি ছিল ‘মাধোলাল কিপ ওয়াকিং’।

তিনি প্রথম বড় ব্রেক পান ‘তনু ওয়েডস মনু’ ছবিতে। এই ছবির জন‍্য সেরা সহ অভিনেত্রীর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পান স্বরা। এরপর একে একে রাঞ্ঝনা, প্রেম রতন ধন পায়ো, নীল বটে সন্নাটা, তনু ওয়েডস মনু রিটার্নস, ভীরে দি ওয়েডিং ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। আগামীতে ‘যাহা চার ইয়ার’ ছবিতে দেখা যাবে স্বরাকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর