তবলিগী জামাতকে আক্রমণ করায় ববিতাকে পাল্টা তোপ স্বরা ভাস্করের

বাংলাহান্ট ডেস্ক: তবলিগী জামাতের (tablighi jamaat) বিরুদ্ধে মুখ খোলায় এবার ববিতা ফোগাটকে (babita phogat) একহাত নিলেন স্বরা ভাস্কর (swara bhaskar)। অতি সম্প্রতি নিজামুদ্দিন কাণ্ড নিয়ে সরব হতে দেখা গিয়েছিল এই ভারতীয় কুস্তিগীরকে। তবলিগী জামাতের সদস‍্যরাই ভারতে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জন‍্য দায়ী, এমনটাই সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি।

babita swara
এর জন‍্য বিভিন্ন মহলে সমালোচিতও হতে হয় তাঁকে। এবার ববিতার উদ্দেশ‍্যে তোপ দাগলেন স্বরা। তীব্র ভাষায় তাঁকে কটাক্ষ করে অভিনেত্রী প্রশ্ন তুলেছেন, যারা যারা নয় থেকে উনিশে মার্চের মধ‍্যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছে তাদের সবার কি করোনা পরীক্ষা করা হয়েছে?
উপরন্তু দিল্লি পুলিস কেন নিজামুদ্দিনে জমায়েত করতে বাধা দিল না সেই বিষয়েও ববিতাকে মুখ খুলতে বলেছেন স্বরা। কিন্তু এখানে কিছুটা ভুল করে ফেলেছেন তিনি। মার্চ মাসের যে সময়ের তথ‍্য তিনি পেশ করেছেন তা লকডাউন চালু হওয়ার আগের। লকডাউনের পরে নিজামুদ্দিনে জমায়েত হয়েছিল।

অবশ‍্য ববিতাও চুপ করে থাকার পাত্রী নন। স্বরাকে পাল্টা তোপ দেগে তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার যথাসাধ‍্য চেষ্টা চালাচ্ছে দেশবাসীকে করোনার থাবা থেকে রক্ষা করার।
সেই সঙ্গে একটি ভিডিও বার্তাতেও সমালোচকদের যোগ‍্য জবাব দিয়েছেন ববিতা। ভিডিওতে তিনি বলেছেন, “কিছুদিন ধরে আমার টুইট নিয়ে কয়েকজন সোশ‍্যাল মিডিয়ায় গালিগালাজ করছেন। কয়েকজন ফোনে হুমকি দিচ্ছেন। তাদের উদ্দেশ‍্যে বলছি, আমি জায়রা ওয়াসিম নই যে আপনাদের হুমকিতে ভয় পেয়ে যাব। আমি যায়টুইট করেছি ঠিক করেছি।”

প্রসঙ্গত, তবলিগী জামাতের বিরুদ্ধে টুইট করার পর কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গোলি চান্দেলের টুইটার হ‍্যান্ডেল বন্ধ করে দেওয়া হয়। একই রকম ভাবে ববিতা ফোগাটের টুইটার হ‍্যান্ডেলও বন্ধ করে দেওয়ার দাবি উঠেছিল। কিন্তু এখনও পর্যন্ত নিজের বক্তব‍্যে অটল রয়েছেন তিনি।


Niranjana Nag

সম্পর্কিত খবর