বিজেপি পাকিস্তানকে ভালবাসে, তাই আদনান সামিকে পদ্মশ্রী দিচ্ছে- স্বরা ভাস্কর

পাকিস্তানি বংশদ্ভুত ভারতীয় গায়ক আদনান সামিকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করার ঘোষণা করার পরেই বলিউড দুনিয়ার অভিনেত্রী স্বরা ভাস্কর রবিবার ভারত সরকারের বিরুদ্ধে মন্তব্য করলেন। সি এ এ-র তীব্র বিরোধিতা করার পাশাপাশি ভাস্কর একটি র‍্যালিতে জানান, ” এই দেশে শরণার্থীদের আশ্রয় দেওয়া এবং অনুপ্রবেশকারীদের বাধা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই চালু করে দেওয়া হয়েছে। তার মধ্যেই আপনারা সামিকে ভারতের নাগরিকত্ব দিয়ে দিয়েছেন। এবার আপনারা তাকে পদ্মশ্রী পুরস্কারেও ভূষিত করতে চলেছেন।”

2020 1largeimg01 Jan 2020 200700868

শহরের একটি নামী সামজিক সংগঠনের তরফ থেকে আয়োজিত “সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও” র‍্যালিতে দাড়িয়ে স্বরা বলেন, ” আপনারা আমাদের গালি দিচ্ছেন, আমাদের উপর লাঠিচার্জ করছেন, আমাদের জুতো ছুঁড়ছেন, কাদানে গ্যাসও চালাচ্ছেন, আবার অন্যদিকে একজন পাকিস্তানিকে পদ্মশ্রী দিয়ে দিচ্ছেন। এই হল এই সরকারের অবস্থা আর এরাই আমাদের টুকরে টুকরে গ্রুপের সদস্য বলছেন, আমাদের দেশদ্রোহী আরও কত কিছু বলছে।”

ভাস্কর বহু মানুষের জনসমাবেশে দাঁড়িয়ে সি এ এ-র বিরোধিতা করে বলেন, যে এই আইন বানিয়ে আমাদের দেশের সংবিধানের সাথে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। উনি আরও বলেন, ” সি এ এ এবং রাষ্ট্রীয় নাগরিক তালিকা ( এন আর সি ) তৈরি করে আমাদের বলা হচ্ছে যে , দেশে অনেক অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। কিন্তু কোন অনুপ্রবেশকারী আমাদের নজরে আসছেনা।” এছাড়াও তিনি জানান, ” সমস্যাটি হল এই যে অনুপ্রবেশকারী সরকারের মাথায় ঢুকে গেছে , কারন আমাদের ভারত সরকার পাকিস্তানকে বেশি সমীহ করে বসেছে।”

এছাড়াও তিনি বাংলাদেশের নাগরিকদের ইন্দোরে অবৈধ প্রবেশ নিয়ে বিজেপি-র রাষ্ট্রীয় মহাসচিব কৈলাস বিজয়বর্গীয়-র করা চিঁড়ে সম্বন্ধীয় মন্তব্যের তিব্র নিন্দা জানান। তিনি জানান, যদি চিঁড়ে বাংলাদেশের খাবার হয় তাহলে জে ব্যাক্তি সারাজীবন চিঁড়ে খেয়ে বড় হয়েছে তাকেই একমাত্র বাংলাদেশী বলা উচিত। এবং শুধুমাত্র সেরম ব্যাক্তিদেরই তাদের ভারতীয় নাগরিকত্বের কাগজ দেখানো উচিত বাকিদের নয়।


সম্পর্কিত খবর