বাড়ির গৃহপ্রবেশের পুজোয় সামিল স্বরা ভাস্কর, ছবি পোস্ট করতেই জুটল ‘ভণ্ড’ তকমা

বাংলাহান্ট ডেস্ক: ট্রোল থেকে রেহাই মিলছে না স্বরা ভাস্করের (swara bhaskar) বলিউডে বিতর্কিত অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতেই নাম আসবে তাঁর। নিজের অভিনয় দক্ষতার জন‍্য যতটা না, তার থেকে বেশি বিভিন্ন রাজনৈতিক ইস‍্যু নিয়ে মন্তব‍্য করে চর্চাম উঠে আসেন তিনি। তবে এবার সম্পূর্ণ অন‍্য একটি কারণের জন‍্য ট্রোলের শিকার হয়েছেন স্বরা।

সম্প্রতি নিজের পুরনো বাড়িতে রেনোভেশন করিয়েছেন অভিনেত্রী। দেড় বছর পর গৃহপ্রবেশের পুজো করে নতুন বাড়িতে প্রবেশ করলেন তিনি। গৃহপ্রবেশের অনুষ্ঠানের সেই সমস্ত ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। তাঁর নতুন বাড়ির অনুষ্ঠানের এক গুচ্ছ ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

SwaraBhaskar
‌এদিন গোলাপি ও নীল রঙা শাড়িতে ট্র‍্যাডিশনাল শাড়িতে দেখা গিয়েছে স্বরাকে। নিষ্ঠাভরে পুজোর সমস্ত রীতি অনুষ্ঠানও পালন করেন তিনি। ছবিগুলি শেয়ার করে স্বরা লিখেছেন, ‘হিন্দু দেব দেবীদের পূজা করছি, প্রার্থনা করছি আর এখনো চাই না দলিত এবং মুসলিমদের হত‍্যা করা হোক। এখনো ভেদাভেদে বিশ্বাস করি না, এখনো সামাজিক বিচার, সাম‍্য ও স্বাধীনতায় বিশ্বাস করি। এখনো ঘৃণা, অবিচার, হিংসার বিরুদ্ধে গর্জে উঠতে পারি। আশ্চর্যজনক ভাবে এটাও সম্ভব।’

https://www.instagram.com/p/CTBzJ-GoLTB/?utm_medium=copy_link

স্বরার পোস্ট নিয়ে প্রতিবারের মতোই শুরু হয়ে গিয়েছে ট্রোল। অভিনেত্রীকে নকল, ভণ্ড বলে কটাক্ষ করেছেন অনেকে। কয়েকজন আবার ব‍্যঙ্গ করে বলেছেন, পূজা নয় নমাজ পড়া উচিত ছিল স্বরার। পুরোহিতের বদলে মৌলবীকে ডাকা উচিত ছিল। তবে কোনো কমেন্টের উত্তর দেননি স্বরা।

https://www.instagram.com/p/CTBzfdXoGRT/?utm_medium=copy_link

দিন কয়েক আগে তালিবানি শাসন ও হিন্দুত্ববাদকে তুলনা করে এক বিতর্কিত টুইট করেছিলেন স্বরা। তিনি লিখেছিলেন, ‘হিন্দুত্ব সন্ত্রাসের কোনো সমালোচনা আমরা করি না। কিন্তু তালিবান সন্ত্রাস দেখে আমরা আশ্চর্য হই, ক্ষুব্ধ হই। তালিবান সন্ত্রাস দেখে আমরা সরব হই কিন্তু হিন্দুত্ব সন্ত্রাসে আমাদের কিছুই আসে যায় না। আমাদের মানবিকতা ও মূল‍্যবোধ কোনো নির্দিষ্ট সন্ত্রাসবাদী বা সন্ত্রাসের উপর ভিত্তি করে তৈরি করা উচিত নয়।’ স্বরার এই টুইট নিয়েই তুঙ্গে উঠেছিল বিতর্ক। তাঁকে গ্রেফতারের দাবিও উঠেছিল টুইটারে।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর