ড্রাগ মামলায় গ্রেফতার রিয়ার ভাই, স্বরা ভাস্কর বললেন এটা দুঃখজনক, লজ্জা হয় নিজেদের ওপর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত মামলায় উঠে আসা মাদক চক্রের সঙ্গে যোগ থাকায় অতিসম্প্রতি NCB গ্রেফতার করেছে রিয়া চক্রবর্তীর (rhea chakraborty) ভাই শৌভিক চক্রবর্তীকে (showik chakraborty)। এবার ছেলের গ্রেফতারির কড়া সমালোচনা করে সরব হন রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী। তাঁর বক্তব‍্যের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন স্বরা ভাস্কর (swara bhaskar)। নিজেদের উপর লজ্জা হওয়া উচিত, বক্তব‍্য স্বরার।

প্রখ‍্যাত সাংবাদিক রাজদীপ সারদেশাই একটি টুইটে জানান ছেলে শৌভিকের গ্রেফতারির পর অবশেষে মুখ খুলেছেন রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী। টুইটে তিনি লেখেন, ‘অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন ইন্দ্রজিৎ চক্রবর্তী মুখ খুলেছেন: ভারতবাসীকে শুভেচ্ছা। আমার ছেলেকে গ্রেফতার করিয়েছেন আপনারা। আমি নিশ্চিত পরের পালা আমার মেয়ের। একটা মধ‍্যবিত্ত পরিবারকে ধ্বংস করে দিতে আপনারা সক্ষম হয়েছেন। অবশ‍্যই বিচারের খাতিরে এসবই ন‍্যায়সঙ্গত।’


এই টুইটের উত্তরে স্বরা লেখেন, ‘এটা খুবই কষ্টদায়ক। অন‍্যের দুঃখ দেখে আনন্দ পেতে লজ্জা হওয়া উচিত নিজেদের উপর’। স্বরার এই টুইটটি এখধ রীতিমতো ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। রিয়াকে সমর্থন করায় নেটিজেনরা তুমুল ট্রোল করছে স্বরাকে। টুইটারে ট্রেন্ডিং তালিকায় রয়েছেন স্বরা ভাস্কর।

প্রসঙ্গত, শুক্রবারই মাদক চক্রের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়ায় রিয়ার ভাই শৌভিক ও সুশান্তের হাউস ম‍্যানেজার স‍্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করে NCB। শনিবার তাঁদের দক্ষিণ মুম্বইয়ের ম‍্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হয়। শৌভিকের জামিনের দাবিতে আদালতে দলিল পেশ করেন রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্ডে। কিন্তু NCBর তরফে জানানো হয় তাদের কাছেও শৌভিকের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে।

মাদক মামলায় জড়িত দুই মাদক কারবারী জায়েদ ও বসিতের বয়ানে শৌভিকের নাম রয়েছে। এছাড়া তাঁদের কল ডিটেলস ও লোকেশনও খতিয়ে দেখে NCB। সব মিলিয়ে শৌভিক যে মাদক চক্রে যুক্ত সেই বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে NCBর হাতে। ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৪ দিন NCBর হেফাজতেই থাকবেন শৌভিক ও স‍্যামুয়েল মিরান্ডা।

সম্পর্কিত খবর

X