গণপতি বাপ্পার দর্শনে চপ্পল চুরি, খালি পায়েই বাড়ি ফিরলেন স্বরা ভাস্কর

বাংলা হান্ট ডেস্ক: মন্দিরের বাইরে জুতো খুলে ভিতরে ঢুকেছেন, আর ফিরে এসে দেখলেন জুতো জোড়া উধাও! এমন ঘটনা বোধহয় অনেকের সঙ্গেই ঘটেছে। সেই অবস্থাতে বাড়ি ফেরা যে কি কঠিন তা সরাসরি বুঝে গেলেন স্বরা ভাস্কর।

https://twitter.com/ReallySwara/status/1171711513247141888?s=19

লাল সালোয়ার কুর্তা পরে মঙ্গলবার মুম্বইয়ের লালবাগচা রাজা দর্শনে গিয়েছিলেন স্বরা। পায়ে ছিল কোলাপুরী চটি। বাইরে চটি খুলে চোখ বন্ধ করে প্রণাম করছিলেন, চোখ খুলে দেখেন একপাটি চটি উধাও। অগত্যা আরেকপাটি চটি হাতে নিয়ে খালি পায়েই হাঁটা দিতে হল অভিনেত্রীকে। কিছুটা হাঁটার পর অবশ্য তাঁর গাড়িটা সামনেই রাখা ছিল। তাই বিশেষ অসুবিধা হয়নি। নিজেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশানে লিখেছেন, যদিও জুতোই না খোয়াবেন তাহলে আর কীসের দর্শন!

https://www.instagram.com/p/B19gyqmAjZy/?utm_source=ig_web_copy_link

প্রসঙ্গত, কিছুদিন আগে সলমনের বোন অর্পিতা খান শর্মার বাড়ির পুজোতেও জমিয়ে নাচতে দেখা গিয়েছিল স্বরা ভাস্করকে।

সম্পর্কিত খবর