বাংলাহান্ট ডেস্ক: পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের (Swarnendu Samaddar) ‘এই পথ যদি না শেষ হয়’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। মজার গল্প এবং প্রতিটি চরিত্রে দুরন্ত অভিনয়ে টিআরপি তালিকায় তেমন জায়গা না পেলেও, দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। স্বর্ণেন্দু নিজেও কয়েকটি পর্বে অভিনয় করেছেন নিজের সিরিয়ালে (Serial)। তাঁর অবশ্য আরো একটি পরিচয় রয়েছে। তিনি অভিনেত্রী শ্রুতি দাসের (Shruti Das) হবু স্বামী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্বর্ণেন্দুর নতুন প্রোজেক্টের সুখবর দিয়েছিলেন শ্রুতি। জি বাংলাতেই আরেকটি নতুন সিরিয়াল, ‘গৌরী এল’ নিয়ে আসছেন তিনি। এবার প্রকাশ্যে এল সেই সিরিয়ালের প্রোমো। আর তা দেখেই ট্রোল শুরু নেটপাড়ায়। সকলেরই দাবি, নতুন সিরিয়াল ‘মিঠাই’ ও ‘ত্রিনয়নী’র কম্বিনেশন!
প্রোমোতে দেখা যাচ্ছে, বনেদি বাড়ির ঘোমটা কালীর মন্দিরে পুজো। এই মূর্তির বিশেষত্ব মায়ের মাথায় ঘোমটা দেওয়া থাকে। যেদিন দেবীর সঙ্গে মহাদেবের অংশ মিলিত হবে সেদিন ঘোমটা কালীর ঘোমটা খুলে যাবে। পুজোর দিনই নায়িকা গৌরী এসে পা রাখে মন্দিরে। কারণ স্বয়ং মা তাকে ডেকেছেন।
অন্যদিকে বাড়ির চিকিৎসক ছেলে অর্থাৎ গল্পের নায়ক ফোনে কথা বলতে বলতে বেরোতে যেতেই গৌরী এসে তার মাথায় প্রদীপের তাপ দিতে যায়। কিন্তু নাস্তিক নায়ক তার হাত চেপে ধরলে গৌরী জানায়, একদিন তিনিই ঘোমটা কালীকে সবথেকে বেশি মানবেন। এর মাঝেই দেখা যায় দেবীর ঘোমটা খুলে পড়ে গিয়েছে।
https://www.instagram.com/tv/CZ3aTVWo2j6/?utm_medium=copy_link
এই প্রোমো দেখে কমেন্ট বক্সে শোরগোল। বেশিরভাগেরই দাবি, দেখে মনে হচ্ছে মিঠাই ও ত্রিনয়নীর গল্প মিলিয়ে মিশিয়ে বানানো হয়েছে সিরিয়াল। কারণ ‘গৌরী এল’র প্রোমোর সঙ্গে মিঠাইয়ের প্রোমোর অদ্ভূত মিল। আবার ত্রিনয়নীতে নায়িকার যেমন বিশেষ ক্ষমতা ছিল, নতুন সিরিয়ালের প্রোমো দেখে মনে হচ্ছে এখানেও গৌরীর বিশেষ ক্ষমতা রয়েছে।
অনেকের দাবি, নতুন শুরু হওয়া ‘পিলু’র প্রোমোও মিঠাইকে নকল করেই বানানো হয়েছিল। যদিও পরিচালক স্বর্ণেন্দুর দাবি, মিঠাই বা ত্রিনয়নী কোনোটার মতোই হবে না এই সিরিয়াল। থাকবে অন্য স্বাদের গল্প। নায়িকার চরিত্রে থাকছেন নবাগতা মোহনা। পিলুর মেঘা দাঁ এর মতোই তিনিও ডান্স বাংলা ডান্সের প্রতিযোগী ছিলেন। নায়কের ভূমিকায় বিশ্বরূপ চট্টোপাধ্যায়।
এছাড়াও প্রথম বার একটি ধূসর চরিত্রে থাকছেন ভাস্বর চট্টোপাধ্যায়। তাঁর জুটি হিসাবে দেখা মিলবে ঋ এর। এছাড়াও থাকছেন মৌসুমী সাহা, চান্দ্রেয়ী ঘোষ, সুমন্ত মুখোপাধ্যায়, বোধিসত্ত্ব মজুমদারের মতো অভিনেতা অভিনেত্রীরা। বীরভূমে সিরিয়ালের শুটিং শুরু হয়েছে বলে খবর।