বাংলাা সিরিয়ালে সিনেমার গল্প! যমজ বোনের মেগা নিয়ে কি বলছেন স্বর্ণেন্দু?

বাংলা হান্ট ডেস্ক : একসাথে জোড়া সিরিয়াল আনছেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Samaddar)। রবিবারের ছুটির দিনেই জোড়া সিরিয়ালের প্রোমো সামনে এনেছে স্টার জলসা। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল স্টার জলসায় (Star Jalsha) আসছে ‘ইচ্ছে পুতুল খ্যাত’ মেঘ অভিনেত্রী তিতিক্ষা দাসের নতুন মেগা। এবার সমস্ত জল্পনায় শিলমোহর দিয়েই প্রকাশ্যে এল তিতিক্ষা দাস এবং ইন্দ্রানী দত্তের নতুন মেগার প্রথম ঝলক।

আসছে স্বর্ণেন্দু সমাদ্দারের (Swarnendu Samaddar) জোড়া সিরিয়াল

যমজ বোনের কাহিনী নিয়ে শুরু হচ্ছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘দুই শালিক’ (Dui Shalik)। এই সিরিয়ালটি তৈরি হচ্ছে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের (Swarnendu Samaddar) ক্রেজি আইডিয়াস প্রযোজনা সংস্থার ব্যানারে। দুই জমজ বোনের কাহিনী নিয়ে ইতিপূর্বে বড়পর্দায় একাধিক সিনেমা দেখেছেন দর্শক। তালিকায় রয়েছে ‘সীতা-গীতা’, ‘চালবাজ’- এর মত সিনেমা।

এছাড়া বাংলা সিরিয়ালের ইতিহাস ঘাঁটলেও জানা যায় অনেক আগে যমজ বোনের কাহিনী নিয়েই সিরিয়াল এনেছিলেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Samaddar) নিজেই। ইতিপূর্বে টেলিভিশনের পর্দায় যমজ বোনের কাহিনী নিয়ে স্বর্ণেন্দু তৈরি করেছিলেন ‘রাগে অনুরাগে’ ধারাবাহিক। এই সিরিয়ালের দুই চরিত্র কড়ি-কোমলকে আজ ভোলেননি  দর্শক।

এবার এই  নতুন সিরিয়ালের মোড়কে দর্শকদের পুরনো নস্টালজিয়াই  ফিরিয়ে দিতে চলেছেন পরিচালক। ভিন্ন স্বাদের এই নতুন মেগা নিয়ে সম্প্রতি  আনন্দবাজার অনলাইন এর মুখোমুখি হয়েছিলেন খোদ পরিচালক। এদিন তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছিল সিনেমার মতোই  দুই শালিকের নায়িকারাও কি মেলায় হারিয়ে যাওয়া বোন? ঘটনাচক্রেই তাদের মিল হয়ে যাবে বড় বেলায়?

প্রশ্ন শুনে হেসে ফেলেন পরিচালক। তারপর সাসপেন্স বজায় রেখেই পরিচালক জানান, ‘সব বলে দিলে ধারাবাহিক কেউ দেখবেন না। হ্যাঁ দুই বোন এখানেও একে অন্যের পরিপূরক হয়ে উঠবে।  একজন তুলনায় কমজোরি। আর একজন প্রতিবাদী। বাকিটুকু পর্দার জন্য তোলা থাক।’

আরও পড়ুন : গীতা LLB-তে আসছেন ‘ফুলকি’ অভিনেত্রী অস্মিতা! এবার কোন চ্যালেঞ্জের মুখে হিয়া?

জানা যাচ্ছে সদ্য শুরু হয়েছে এই ধারাবাহিকের শুটিং। এই মুহূর্তে আউটডোর শুটিং চলছে। খুব তাড়াতাড়ি সিরিয়ালের স্টুডিওতে  শুটিং শুরুর  পরিকল্পনাও রয়েছে। সিরিয়ালের প্রথম প্রোমোতে দুই নায়িকাকে দেখা গেলেও প্রকাশ্যে আনা হয়নি নায়কদের। তবে এবার পরিচালক নিজেই নিশ্চিত করলেন  এই সিরিয়ালে নায়কের চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেতা অর্কপ্রভ রায়। অর্থ্যাৎ দর্শকদের প্রিয় ‘তোমাদের রানী সিরিয়ালর দুর্জয়। এছাড়াও থাকছেন অভিনেতা সায়ন মুন্সি।

Dui Shalik

প্রসঙ্গত স্টার জলসার পাশাপাশি সান বাংলাতেও খুব তাড়াতাড়ি আসছে স্বর্ণেন্দু সমাদ্দার পরিচালিত আরো একটি ভক্তিমূলক মেগা সিরিয়াল ‘দেবীবরণ’।  এই ধারাবাহিকে নায়ক-নায়িকার চরিত্রের দেখা যাবে জনপ জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ এবং মিষ্টি নায়িকা অ্যানমেরি টমকে। এই সিরিয়ালের নায়ক একজন ডাক্তার এবং ঈশ্বর অন্ত প্রাণ নায়িকার।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর