বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে কয়েকদিন আগেই লালবাজার অভিযানে নেমেছিলেন জুনিয়র ডাক্তাররা। তার রেশ পুরোপুরি কাটার আগেই মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানে নেমে পড়লেন তাঁরা। করুণাময়ী থেকে শুরু করে ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের (Swasthya Bhaban Abhijan) দোরগোড়া অবধি পৌঁছে গিয়েছে মিছিল। গেট বন্ধ থাকায় রাস্তাতেই বসে পড়েন আন্দোলনকারীরা।
প্রতীকী শিরদাঁড়ার এবার মস্তিষ্ক হাতে মিছিল (Swasthya Bhaban Abhijan)
লালবাজার অভিযানের সময় জুনিয়র ডাক্তারদের হাতে একটি প্রতীকী শিরদাঁড়া দেখা গিয়েছিল। এবার প্রতীকী মস্তিষ্ক হাতে স্বাস্থ্য ভবন অভিযানে নামলেন তাঁরা। জানা যাচ্ছে, দাবি পূরণ না হওয়া অবধি স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors)। একইসঙ্গে উৎসবে না ফেরার বার্তাও দিয়েছেন তাঁরা।
- নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবন
জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযানের আগেই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ। স্বাস্থ্য ভবনকে (Swasthya Bhaban) কার্যত নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। প্রত্যেকটি গেটের সামনে রাখা ব্যারিকেড। সেই সঙ্গেই প্রচুর পুলিশকর্মীও মোতায়েন করা হয়েছে। গেট বন্ধ থাকার কারণে এদিন রাস্তাতেই বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা।
আরও পড়ুনঃ সরকারি হাসপাতালের ভেতর সিভিক ভলেন্টিয়ারদের ‘দাপাদাপি’ শেষ! এবার বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের
এদিকে গতকাল সুপ্রিম কোর্টের ‘ডেডলাইন’ বেঁধে দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানিয়েছিলেন। একইসঙ্গে বলেছিলেন, উৎসবে ফেরার কথা। এদিন আন্দোলনকারী ডাক্তাররা স্পষ্ট জানান, বিচার না পাওয়া অবধি তাঁরা কোনও রকম উৎসবে শামিল হবেন না।
উল্লেখ্য, গতকাল আরজি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানায়, আজ বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে। এরপর স্বাস্থ্য ভবন অভিযানের (Swasthya Bhaban Abhijan) কথা ঘোষণা করে আরজি করের ঘটনায় প্রতিবাদরত জুনিয়র চিকিৎসকদের সংগঠন। শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমা পেরোতে আর ঘণ্টাখানেক বাকি। স্বাস্থ্য ভবনের বাইরে থেকে এদিন জুনিয়র চিকিৎসকরা কী বার্তা দেন সেদিকেই নজর সকলের।