মুশকিল আসান! সারাবছরই বানানো যাবে স্বাস্থ্যসাথী কার্ড, দুর্দান্ত পরিষেবা চালুর পথে KMC

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ স্বাস্থ্যসাথী কার্ড (swasthya sathi card) নিয়ে এক বড় ঘোষণা করল কলকাতা পুরসভা (KMC)। নাগরিকদের কথা ভেবেই, চালু করা হল সারাবছর স্বাস্থ্যসাথী কার্ড তৈরি পরিষেবা। যার ফলে, বছরের যে কোন সময়ে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি এবং সংশোধন করতে পারবেন কলকাতার নাগরিকরা। পাশাপাশি চালু করা হচ্ছে আধার তৈরি ও তার ত্রুটি সংশোধন করার কেন্দ্রও।

এবিষয়ে কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক ও পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম শনিবার জানিয়েছেন, ‘আগামী ২০ শে আগস্ট থেকে এই কেন্দ্র দুটি চালু করা হবে পুরভবনের লাগোয়া রক্সি সিনেমা হলের দোতলায়। আধার কার্ড সংক্রান্ত নথির কেন্দ্রের পাশাপাশি রক্সির দোতলায় যেখানে বার কাম রেস্তরাঁ ছিল, সেখানেই স্বাস্থ্যসাথী কার্ড তৈরির পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সপ্তাহে ছয়দিন করে এখানে এইসমস্ত কাজ করা হবে’।

তিনি আরও জানান, ‘মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ঘোষণা মত ”দুয়ারে সরকার” কর্মসূচীতে একদিকে যেমন স্বাস্থ্যসাথীর আবেদন নেওয়া হচ্ছে, সেখানে তেমনই আবেদন নেওয়া হবে। তবে ”দুয়ারে সরকার”র পরও এই কেন্দ্রে সারাবছর ধরেই কার্ড বিষয়ক নানা সমস্যার সমাধান করা হবে। নামের বানান ভুল, কিংবা ঠিকানা ভুল- এসমস্ত নথি এখানে সংশোধন করা হবে’।

এতদিন ধরে হগমার্কেটের চারতলায় স্বাস্থ্যসাথী কার্ড তৈরি ও সংশোধনের কাজ করতেন পুরসভার কর্মীরা। তবে আগামী ২০ শে আগস্ট থেকে সেই স্থান পরিবর্তীত হয়ে রক্সি সিনেমা হলের দোতলায় নিয়ে যাওয়া হচ্ছে। একই জায়গায় পাশাপাশি থাকছে আধার এবং স্বাস্থ্যসাথী কার্ড তৈরি এবং সংশোধনের কেন্দ্র।

X