এবার সিঙ্গেলরাও পাবেন ‘স্বাস্থ্যসাথী কার্ড’! এভাবে নিতে পারবেন মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্পের সুবিধা

বাংলাহান্ট ডেস্ক : যাঁরা একা থাকেন বা যাদের কোনো পরিবার নেই, সেই রকম পুরুষরা বা মহিলারাও এবার থেকে ‘স্বাস্থ্যসাথী কার্ড’ করাতে পারবেন। তবে এর জন্য তাঁকে তাঁর আঞ্চলিক কাউন্সিলরের থেকে একা থাকার প্রমাণ পত্র বা তিনি যে একাই তাঁর জন্য যথাযত সেই ‘বৈধতা পত্র’ জোগাড় করে ‘স্বাস্থ্যসাথী’- ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। সম্প্রতি এই নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

এই প্রসঙ্গে স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম বলেন যে, আগে পরিবারের ক্ষেত্রে বিশেষত মহিলাদের জন্যই এই কার্ড করা হতো। পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে যাঁরা একা থাকেন, বিশেষত যাঁরা একা মহিলা বা পুরুষ তাঁদের জন্যও এই কার্ড করা হবে। তবে এ ক্ষেত্রে একটাই বিষয় এই যে, তাঁরা যে একা বা সিঙ্গেল তাঁর প্রমাণ পত্র দিতে হবে। আর এর জন্য প্রয়োজনে সেই অঞ্চলের আধিকারিকরা গিয়ে দেখে আসবেন তাঁরা সত্যিই একা থাকেন কিনা।

স্বাস্থ্য দপ্তর সূত্রে বলা হয় যে, প্রচুর মানুষ স্বাস্থ্যসাথী কার্ড করতে পেরে খুব লাভবান হয়েছেন। কিন্তু যাঁরা একা থাকেন বা সিঙ্গেল, তাঁরা কীভাবে এর সুবিধা পাবেন এই নিয়ে অনেক সময় আবেদন জানিয়ে ছিলেন অনেকে। তাঁরা কীভাবে এই কার্ডের সুযোগ সুবিধা পেতে পারেন সেই বিষয়ে প্রশ্ন করেন। আর তাঁদের সুবিধার্থেই রাজ্য সরকার শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিলো।

bbvvbbdj

স্বাস্থ্য দপ্তর আরও জানায় যে এই একা মানুষদের জন্য যে স্বাস্থ্যসাথীর কার্ড হতে চলেছে ইতিমধ্যেই তার জন্য প্রায় ১০ লাখ মানুষ ফর্ম জমা করেছেন। আবার তাঁদের মধ্যে ১টা পার্ট হচ্ছে পুরুষদের। এছাড়া ‘দুয়ারে সরকার’ শিবিরেও অনেক একা থাকা পুরুষদের ফর্ম জমা পড়েছে। তবে অনেকেই কিছু টাকার লোভে নিজেকে পরিবারহীন বলে দাবি করতেই পারে বলে সরকারের আশঙ্কা। তাই ঠিকঠাক ভাবে সব আবেদনপত্র খতিয়ে দেখা হবে বলে সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর