ভোটের দামামা বেজে গিয়েছে রাজ্য জুড়ে৷ বারে বারেই সংবাদ মাধ্যমের শিরোনাম হচ্ছে শাসক বিরোধী তর্জা৷ এবার ভোটের আগে আরো এক জনমোহিনী সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata Banerjee)। স্বাস্থ্য সাথী (swastha sathi) প্রকল্পের আওতায় সকলকে নিয়ে আসার ঘোষনা করলেন তিনি।
রাজ্যে স্বাস্থ্য সাথী প্রকল্প বেশ কয়েকবছর হলো শুরু হয়েছে। এই প্রকল্পের আওয়ায় স্বাস্থ্য বিমা পেতেন নাগরিকরা। যদিও সেই সুবিধা সকলের জন্য উপলব্ধ ছিল না৷ এবার সেই সুবিধা প্রত্যেক রাজ্যবাসীর জন্য উপলব্ধ করবার সিদ্ধান্ত নিল রাজ্য। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন এই কথা।
বাংলার সাড়ে সাত কোটি মানুষকে এই স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার লক্ষ্য নিয়েছিল রাজ্য সরকার। এবার তার সাথে যুক্ত হবে আরও আড়াই কোটি। যারা কোনরকম স্বাস্থ্য বীমার সুযোগ পান না তাদের এই প্রকল্পের আওতায় ৫ লাখ টাকা পর্যন্ত বিমার সুবিধা দেওয়া হবে। তবে এই পাঁচ লাখ টাকা মাথাপিছু নয়, পরিবারপিছু।
স্বাস্থ্য সাথী কার্ড গৃহকর্ত্রীর নামে দেওয়া হয়। তবে পরিবারের সকলেই এই কার্ডের সুবিধা নিতে পারে। কারোর চিকিৎসার জন্য ৫ লাখ টাকা প্রয়োজন হলে সে একাই পুরো সুবিধা নিতে পারবে।