বাংলাহান্ট ডেস্ক: জল্পনা চলছিল অনেক দিন ধরেই। এবার সেই আগুনে ঘি সংযোগ করলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (swastika dutta)। জি বাংলার ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’ (ki kore bolbo tomay) শেষের মুখে। সরাসরি একথায় সম্মতি না দিলেন সিরিয়ালের নায়িকা স্বস্তিকা স্বীকার করেছেন অন্য একটি সিরিয়ালে সুযোগ পেয়ে গিয়েছেন তিনি। আর নায়িকাই যদি না থাকেন সে সিরিয়াল কি আর চলবে?
সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, একটি গুরুত্বপূর্ণ এবং ভিন্ন ধরনের সিরিয়ালে সুযোগ পেয়েছেন তিনি। ব্যস এটুকুই, এ বিষয়ে আর ঝেড়ে কাশতে চাননি স্বস্তিকা। তবে টেলিপাড়ায় কানাঘুঁষো, কী করে বলব তোমায় এর নাকি সিকুয়েল আসছে। তাতে নায়িকা স্বস্তিকাই হবেন। এছাড়া আর কোনো মিল নেই প্রথম অংশের সঙ্গে।
গল্প সহ নায়কও বদলে যাবে বলে খবর। তবে আগের টাইম স্লটেই এই নতুন সিরিয়াল দেখা যাবে বলে খবর। এখন থেকেই নতুন সিরিয়ালের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন স্বস্তিকা। চুল ছোট করে, বাইক চালানোরও প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। চলতি মাসের শেষেই নতুন সিরিয়ালের শুটিং শুরু হওয়ার কথা।
অথচ দিন কয়েক আগেই স্বস্তিকা দাবি করেছিলেন এত তাড়াতাড়ি শেষ হবে না কী করে বলব তোমায়। কারণ কর্ণ ও রাধিকার পুনর্মিলন পর্বের আরো অনেক কিছু দেখানোর বাকি রয়েছে। তবে এও শোনা গিয়েছিল খুব শীঘ্রই হিন্দি সিরিয়ালে ডেবিউ করতে চলেছেন কী করে বলব তোমায় এর নায়ক ক্রুশাল আহুজা।
‘দীপ জ্বেলে যাই’ এর আদলে তৈরি হতে চলেছে সিরিয়ালটি। তবে যেহেতু আরো বৃহত্তর দর্শকদের জন্য তৈরি হচ্ছে তাই কিছু অদল বদল ঘটানো হবে চিত্রনাট্যে। সিরিয়ালের প্রযোজক টালিগঞ্জেরই সুশান্ত দাস। তখন থেকেই উঠেছিল সিরিয়াল শেষ হওয়ার গুঞ্জন।