বাংলা সেরার খেতাব এবার বাঁধা, বাংলা সিরিয়ালের দুনিয়ায় ইতিহাস গড়ে এই চরিত্রে কামব‍্যাক করছেন স্বস্তিকা!

বাংলাহান্ট ডেস্ক: প্রায় দেড় বছর হয়ে গেল শেষ হয়েছে ‘কী করে বলব তোমায়’। জি বাংলার সিরিয়ালটি (Serial) টিআরপি তেমন না পেলেও নায়ক নায়িকা কর্ণ রাধিকা জুটি অত‍্যন্ত জনপ্রিয় হয়েছিল দর্শকদের মধ‍্যে। এই সিরিয়ালেই প্রথম বার জুটি বেঁধেছিলেন ক্রুশাল আহুজা এবং স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। তবে সিরিয়াল শেষেথ পর ক্রুশালকে একটি হিন্দি সিরিয়ালে দেখা গেলেও স্বস্তিকা আর ছোটপর্দায় ফেরেননি।

তবে তিনি যে খুব শিগগিরি সিরিয়ালে ফিরতে চলেছেন সে গুঞ্জন শোনা গিয়েছিল আগেই। এবার জল্পনায় শিলমোহর দিলেন স্বস্তিকা নিজেই। অনেক দিন পর আবার সিরিয়ালে ফিরছেন তিনি। তাও আবার একেবারেই ভিন্ন ধরণের একটি চরিত্র নিয়ে যা সম্ভবত বাংলা সিরিয়ালে প্রথম হতে চলেছে।

Swastika dutta
এক ভেন্ট্রিলোকুইস্টের চরিত্রে অভিনয় করতে চলেছেন স্বস্তিকা। ভেন্ট্রিলোকুইস্ট হল এমন একজন শিল্পী যিনি হাতে পুতুল নিয়ে ম‍্যাজিক দেখান। নিঝের কণ্ঠস্বর বদলে পুতুলটির কণ্ঠস্বর হয়ে ওঠেন ভেন্ট্রিলোকুইস্ট। দেখে বোঝাই যায় না যে আসলে কথা বলছেন শিল্পী নিজে।

বেশ কঠিন এই শিল্প নিয়ে বাংলা সিরিয়ালে সম্ভবত এই প্রথম কাজ হতে চলেছে এবং সেই ভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা। অভিনেত্রী বলেন, এতদিন প‍র ছোটপর্দায় ফিরছেন তিনি, তাও আবার একজন ভেন্ট্রিলোকুইস্ট হয়ে, তাঁর দারুন লাগছে। তবে খাটতেও হচ্ছে তেমন। কণ্ঠস্বর বদলানোর তালিম নিতে হচ্ছে তাঁকে।

জানা যাচ্ছে, এই সিরিয়ালে স্বস্তিকার বিপরীতে কামব‍্যাক করবেন ‘জড়োয়ার ঝুমকো’ খ‍্যাত অভিনেতা শুভঙ্কর সাহা। জি বাংলাতেই সম্প্রচারিত হবে সিরিয়ালটি। খবর বলছে, চলতি মাসেই সিরিয়ালটির প্রোমো শুটিং হয়ে যাবে। আর আগামী মাস থেকে শুরু হবে শুটিং। তবে এখনো পর্যন্ত সিরিয়ালের নাম ঠিক হয়নি।

জি বাংলায় ইতিমধ‍্যেই শুরু হয়ে গিয়েছে নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’। রাত আটটার সময় সম্প্রচারিত হচ্ছে সিরিয়ালটি। অন‍্যদিকে আগামী ২৮ নভেম্বর থেকে সম্প্রচার শুরু হবে ‘সোহাগ জল’। ‘লালকুঠি’র শুটিং ইতিমধ‍্যেই শেষ। তাই সম্ভবত রাত সাড়ে নটার স্লটে ‘এই পথ যদি না শেষ হয়’কে পাঠিয়ে নটার স্লটে শুরু হবে সোহাগ জল।

তবে এখন স্বস্তিকার নতুন সিরিয়াল আসার খবর চিন্তায় ফেলেছে এই পথ এর ভক্তদের। মনে করা হচ্ছে, স্বস্তিকা শুভঙ্করের নতুন সিরিয়ালটি এলে ঊর্মি সাত‍্যকিরও গল্প ফুরাবে। পাশাপাশি অপেক্ষায় রয়েছে ‘রাঙা বউ’ও। সম্ভবত ‘মিঠাই’ এর গল্পেও ইতি টানা হতে পারে এবার। তবে সবটাই এখনো জল্পনার পর্যায়ে রয়েছে। এ বিষয়ে চ‍্যানেলের তরফে কিছুই জানানো হয়নি এখনো।

Niranjana Nag

সম্পর্কিত খবর