অভিনয় ছেড়ে গানে মন! প্রেমিক শোভনের কাছে গিটার বাজানোর তালিম নিচ্ছেন স্বস্তিকা

বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দায় সফর শেষ হয়েছে বেশ অনেকদিন। মাঝে ডিজিটাল ডেবিউও সেরে ফেলেছেন। এবার আবারো ছোটপর্দায় ফিরছেন স্বস্তিকা দত্ত (swastika dutta)। তবে ঠিক ছোটপর্দা নয়। আসলে একটি টেলিফিল্মে অভিনয় করছেন তিনি, যা দেখানো হবে জি বাংলা সিনেমা অরিজিনালসে। আর তার জন‍্যই স্বস্তিকাকে সাহায‍্য করছেন প্রেমিক গায়ক শোভন গঙ্গোপাধ‍্যায় (shovan ganguly)।

স্বস্তিকা করবেন টেলিফিল্মে অভিনয়, তাতে শোভন কী সাহায‍্য করবেন? আসলে অভিনয়টা জানলেও প্রেমিকের কাছ থেকে গিটারের তালিম নিচ্ছেন স্বস্তিকা। ছবিতে তাঁর চরিত্রটি যে গায়িকার। গিটার বাজানোয় সে তুখোড়। সেই কারণেই শোভনের শরণাপন্ন হয়েছেন তিনি।

IMG 20211227 183706
সূত্রের খবর, স্বস্তিকাকে নাকি গিটার ধরা থেকে শুরু করে টুকটাক কিছু ভঙ্গিও শিখিয়ে দিচ্ছেন শোভন। যাতে অভিনয়ের সময়ে কোনো অসুবিধা না হয়। যা জানা যাচ্ছে, জি বাংলা সিনেমা অরিজিন‍্যালসে ‘নগর বউ কথা’য় মুখ‍্য চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা। তাঁর চরিত্রটি হল একজন কলেজ পড়ুয়া যে খুব সুন্দর গান গাইতে পারে। এদিকে আবার বেশ বদমেজাজিও তিনি।

বিধাননগরের একটি কলেজে নাকি চলছে শুটিং। স্বস্তিকার বিপরীতে রয়েছেন শাওন। ছবিটি পরিচালনা করছেন আরণ‍্যক চট্টোপাধ‍্যায়। পরমব্রত চট্টোপাধ‍্যায়ের প্রযোজনাতে তৈরি হবে ছবি। যদিও এখনো বিষয়টা নিয়ে মুখ খোলেননি স্বস্তিকা। তবে শোনা যাচ্ছে তাঁর প্রশিক্ষণ চলছে পুরোদমে।

গত জুলাইতে শেষ হয়েছে ‘কী করে বলব তোমায়’। ক্রুশাল আহুজার সঙ্গে স্বস্তিকার রসায়ন বেশ হিট হয়েছিল। শোনা গিয়েছিল কী করে বলব তোমায় এর সিক‍্যুয়েল আসছে। তাতে নায়িকা স্বস্তিকাই হবেন। এছাড়া আর কোনো মিল নেই প্রথম অংশের সঙ্গে। গল্প সহ নায়কও বদলে যাবে বলে খবর। তবে আগের টাইম স্লটেই এই নতুন সিরিয়াল দেখা যাবে বলে খবর ছিল। নতুন সিরিয়ালের জন‍্য প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন স্বস্তিকা। কিন্তু সব ঠিক হয়েও মন ভেঙে যায় দর্শকদের। জানা যায়, আসছে না কী করে বলব তোমায় এর সিক‍্যুয়েল।

এরপর আনন্দ আশ্রম, উত্তরণ ওয়েব সিরিজে অভিনয় করেন স্বস্তিকা। পাশাপাশি ‘ঠাকুর জামাই’ মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছিল তাঁকে। বোল্ড অবতারে আইটেম গানে নেচেছিলেন স্বস্তিকা। এবার নতুন চরিত্রে তিনি কতটা দর্শকদের মন জয় করতে পারেন সেটাই দেখার।

Niranjana Nag

সম্পর্কিত খবর