বাংলাহান্ট ডেস্ক: টেলিপাড়ায় আবারো সুখবর। মা হতে চলেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (swastika dutta)। দীর্ঘ সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত তিনি। অপরদিকে ব্যক্তিগত জীবনেও গায়ক শোভন গাঙ্গুলীর (shovan ganguly) সঙ্গে সুখী স্বস্তিকা। এমন সময়ে এই সুখবর নিঃসন্দেহে বড় পরিবর্তন আনতে চলেছে স্বস্তিকার ব্যক্তিগত ও পেশাগত জীবনে।
না, রিয়েল লাইফে অভিনেত্রী সন্তানসম্ভবা নন। রিল লাইফে কর্ণ সেনের সন্তানের মা হতে চলেছেন রাধিকা। ‘কী করে বলব তোমায়’ সিরিয়ালে শেষের আগেই আসছে এক বড়সড় মোড়। সিরিয়ালে এক পালিত পুত্র সন্তান রয়েছে রাধিকার। এবার শোনা যাচ্ছে নিজেই মা হতে চলেছেন তিনি।
কিন্তু কেরিয়ারের এমন একটা সময়ে এত বড় ঝুঁকি নেওয়াটা কি ঠিক মনে করেন স্বস্তিকা? দীর্ঘ ১০ বছর ধরে অভিনয় ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি। বেশিরভাগ সময়েই নায়িকা অথবা সহ অভিনেত্রীর চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সেখানে হঠাৎ করেই মায়ের চরিত্রে অভিনয় করাটা কেরিয়ারের পক্ষে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করেন অভিনেত্রী?
সরাসরি সিরিয়ালে মা হওয়ার খবর স্বীকার না করলেও স্বস্তিকার কথায়, এখন অনেক কম বয়সী অভিনেত্রী বেশি বয়সের চরিত্রে অনায়াসে অভিনয় করছেন। বড় উদাহরণ, ষান্ড কি আঁখ ছবিতে তাপসী পন্নু। যদি সত্যিই এমন চ্যালেঞ্জ তাঁর কাছে আসে তবে তা তিনি সাদরে গ্রহণ করবেন। তিনি আরো বলেন, উপার্জন করতে হলে কাজের মধ্যেই থাকতে হবে তাঁকে। এমন একটা সময় আসবে যখন নায়িকা নয়, মা, দিদিমা, মাসির মতো চরিত্রে অভিনয় করতে ডাকা হবে তাঁকে। তার জন্য আগে থেকেই প্রস্তুত তিনি।
এমন খবরও শোনা যাচ্ছে, রিল লাইফে মা হওয়ার জন্য রিয়েল লাইফেও গর্ভবতী মহিলার মতোই আচরণ করছেন স্বস্তিকা। ফ্লোরে ধীরে ধীরে হাঁটা, কোমরে হাত রেখে বা অন্যের সাহায্য নিয়ে বসা ইত্যাদি। এসব দেখে নাকি বেশ ধন্দেই পড়েছেন স্বস্তিকার সহ অভিনেতা অভিনেত্রীরা। তা এমন খুশির খবর শুনে অভিনেত্রীর মনের মানুষ শোভনের কী প্রতিক্রিয়া? স্বস্তিকা জানান, বেশ মজা পেয়েছেন গায়ক। তাঁকে নিয়ে মজা করে বলেছেন, “যা, এটাও হয়ে গেল!”