স্বজনপোষণেই শেষ ইন্ডাস্ট্রি, স্বস্তিকার আশঙ্কা সত‍্যি করে তৃতীয় সপ্তাহেই সব হল থেকে উঠে গেল ‘শ্রীমতি’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ভাল ছবি হলেও দর্শকরা দেখতে পায় না। নতুন পরিচালক, প্রযোজকদের এতটুকু সময় দেওয়া হয় না। তৃতীয় সপ্তাহেই সিনেমা উঠিয়ে দেওয়া হয়। ‘শ্রীমতি’ (Shrimati) মুক্তির দ্বিতীয় সপ্তাহে এমনটাই দাবি করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ‍্যায় (Swastika Mukherjee)। তাঁর আশঙ্কা যে অমূলক ছিল না তা বোঝা গেল বৃহস্পতিবারই। রাজ‍্যের সমস্ত হল থেকে উঠে গেল ‘শ্রীমতি’।

সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি, ভিডিও শেয়ার করেছিলেন স্বস্তিকা। নন্দনে দর্শকদের ভিড়ের সামনে পৌঁছে গিয়েছিলেন তিনি। বার্তায় জানিয়েছিলেন, নন্দনে ওটাই শ্রীমতির শেষ শো। নতুন হলের লিস্ট পেলেই জানিয়ে দেবেন তিনি। সেই সঙ্গে নিজের অনুরাগী ও দর্শকদের ধন‍্যবাদ জানিয়ে স্বস্তিকা লিখেছিলেন, ‘অনেক বছর পরে এত মানুষের সঙ্গে সামনে থেকে দেখা হয়ে খুব ভাল লাগল, আপনজন দের সঙ্গে দেখা হওয়ার মতন’।


কিন্তু তার কয়েক ঘন্টা পরেই নতুন বার্তা দেন স্বস্তিকা। তিনি লেখেন, আমি ভেবেছিলাম শুধু নন্দন এ আজ আমাদের শেষ শো, তা নয়, পুরো পশ্চিম বাংলা তেই আজ আমাদের শেষ থিয়েটার রান. আপনাদের অনেক ভালবাসা পেয়েছি, আরো ভাল কাজ করার চেষ্টা করব, তবে সেই কাজ আপনাদের অবদি পৌঁছতে কত কাঠখড় পোড়াতে হবে বা আমি কতটা পারব জানিনা।

ওটিটি তে আসবে, যেমন আজকাল সবই আসে, যারা বড় পর্দায় দেখতে পেলেন না তখন দেখে নেবেন। আমার ছবির হলে মুক্তি পাওয়ার দু বছরের অপেক্ষা আজ শেষ হল। আপনাদের কে আমি শ্রীমতির প্রণাম জানালাম’।

গত ৮ জুলাই মুক্তি পেয়েছে ছবিটি। প্রথম সপ্তাহে তাও হল পেয়েছিল শ্রীমতী। কিন্তু দ্বিতীয় সপ্তাহে একেবারেই তলানিতে নেমে যায় ব‍্যবসা। স্বস্তিকার অভিযোগ ছিল, এসভিএফ প্রযোজিত ‘কুলের আচার’এর দিকে। কিন্তু অভিনেত্রীর অভিযোগে আমল দেয়নি প্রথম সারির প্রযোজনা সংস্থা। কিন্তু এত তাড়াতাড়ি শ্রীমতির শো শেষ হয়ে যাওয়াতে এক রকম স্বস্তিকার কথাই সত‍্যি হল।

সম্পর্কিত খবর

X