Swastika Mukherjee: প্রতিবাদ মিছিলে হেসে ভাইরাল, ‘বেশ করেছি হেসেছি, যত ট্রোল করবি কর’, পালটা স্বস্তিকার

বাংলাহান্ট ডেস্ক : আরজিকর কাণ্ডের প্রতিবাদে লাগাতার প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে চলেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। মহিলাদের ‘রাত দখল’ এর কর্মসূচি থেকে মহামিছিলেও অংশ নিতে দেখা গিয়েছে তাঁকে। নিজের তারকা সত্ত্বা ভুলে নেমে এসেছেন সাধারণের মাঝে। নিজের সক্রিয়তার জন্য প্রশংসিত হচ্ছিলেন স্বস্তিকা (Swastika Mukherjee)। কিন্তু এর মাঝেই হঠাৎ ট্রোলড (Trolling) অভিনেত্রী।

হাসিমুখের সেলফি তুলে ট্রোলড স্বস্তিকা (Swastika Mukherjee)

৩ রা সেপ্টেম্বর, মঙ্গলবার শোভাবাজারে একটি প্রতিবাদী জমায়েতে গিয়েছিলেন স্বস্তিকা (Swastika Mukherjee)। সেখানকারই কিছু ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যায়, রূপান্তরকামী মহিলা অ্যাক্টিভিস্ট তথা লেখিকা বন্যা কর সহ আরো কয়েকজনের সঙ্গে হাসিমুখে সেলফি তুলেছেন স্বস্তিকা (Swastika Mukherjee)। এই ছবিগুলি ছড়িয়ে পড়তেই ক্ষোভের সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে। প্রতিবাদ করতে গিয়েছেন নাকি হেসে সেলফি তুলতে গিয়েছেন? এমন কটাক্ষও ধেয়ে আসে। এবার নিজেই সমালোচনার জবাব দিলেন স্বস্তিকা (Swastika Mukherjee)।

আরো পড়ুন : KBC : কেবিসিতে রবিঠাকুরকে নিয়ে ২৫ লক্ষ টাকার প্রশ্ন, চমকে দেবে উত্তর

সপাট জবাব নায়িকার

সোশ্যাল মিডিয়ায় এদিনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তার মধ্যে রয়েছে হাসিমুখে তোলা সেলফি গুলিও। চাঁচাছোলা ভাষায় তাঁর জবাব, ‘আমি সন্দীপ ঘোষ নই। আমি রেপ করিনি। আমি খুন ও করিনি। রাস্তায় নেমে ১৫ ঘণ্টা ধরে প্রতিবাদ রত মহিলা বা পুরুষদের সারাক্ষণ মুখ গম্ভীর করে থাকতে হবে সেই নিয়মটা কে বানালো? আর কোন নিয়ম মানব না। যেভাবে মনে হবে সেই ভাবে রাস্তায় নামব, দিনে, রাতে।’

আরো পড়ুন : Hotel: আর পড়বে না পকেটে টান, ফ্রি তেই খাবার দেয় এই হোটেল, শুধু মানতে হবে এই শর্ত

সোশ্যাল মিডিয়ায় সরব স্বস্তিকা

ট্রোলারদের উদ্দেশে স্পষ্ট উত্তর দিয়ে স্বস্তিকা (Swastika Mukherjee) লেখেন, ‘এরা আমার অপরিচিত। এদের সবার সঙ্গে আজকে আলাপ হলো। কত অচেনা মানুষ চেনা হয়ে উঠছে। বেশ করেছি হেসেছি। যারা ২০ দিন ধরে রোজ জেগে আছে তারা যে ভাবে ভাল থাকার হোক থাকুক। যে যেভাবে প্রতিবাদ করার করুক। হেসে বা না হেসে। এই নিয়েও আবার কণ্ঠ তুলতে হচ্ছে, সত্যি কী দুঃসময়। যা যত ট্রোল করবি কর। হেসে হেসেই প্রতিবাদ করব। তোরা বাড়িতে বসে ফেসবুক ফেসবুক খেলা কর।’

Swastika Mukherjee

এখানেই থামেননি স্বস্তিকা (Swastika Mukherjee)। অপর একটি পোস্টে রাস্তায় রাস্তায় জমায়েত গুলির বাস্তব পরিস্থিতি তুলে ধরে লিখেছেন, ‘যারা হেসেছি বলে ট্রোল করতে ব্যস্ত, তারা কেউ একবারও জিজেস করল না কিন্তু যে এতগুলো মেয়ে রাস্তায়, শ্যামবাজার মোড়ে তারা বাথরুম কোথায় যাবে? কারুর পিরিয়ড হোলে কোথায় প্যাড এর ব্যবস্থা হবে? ছি ছি এসব একদম ভাববেন না।’

ad

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর