ঘরের কাজ করার জন‍্য পরিচারিকা চাই, অদ্ভূত আবদার পেয়ে হতবাক স্বস্তিকা

বাংলাহান্ট ডেস্ক: ঘরবন্দি থেকেও সোশ‍্যাল মিডিয়াকে হাতিয়ার করে অনেক তারকাই করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন। এই তালিকায় রয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও (swastika mukherjee)। সোশ‍্যাল মিডিয়ার মাধ‍্যমে বেড, অক্সিজেন, ওষুধ সবেরই তথ‍্য যাচাই ও শেয়ার করে চলেছেন তিনি। কিন্তু ওই যে বলে, সোশ‍্যাল মিডিয়ার ভালর সঙ্গে খারাপ দিকও রয়েছে।

জরুরি কাজের মধ‍্যেও আজব আবদারের সম্মুখীন হতে হয়েছে স্বস্তিকাকে। এক ব‍্যক্তি টুইটে এক অদ্ভূত আবদার করেছেন। সাপুরজি নিবাসী ওই ব‍্যক্তি জানিয়েছেন তাঁর মা সদ‍্য হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন। তিনি একজন ২৪ ঘন্টার পরিচারিকা খুঁজছেন। বা এমন কেউ যে কিনা রান্না ও ঘরের অন‍্যান‍্য কাজকর্ম করতে পারবে। এই টুইটের সঙ্গে তিনি ‘SOS’ লিখেছেন যা সাধারণত বিপদে জরুরি বার্তা হিসাবে ব‍্যবহার করা হয়।

799618 swastika mukherjee 5
টুইটে স্বস্তিকা ও পরিচালক সৃজিত মুখার্জিকে ট‍্যাগ করেছেন ওই ব‍্যক্তি। টুইটটি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, ‘এটা কি সত‍্যি হচ্ছে? মানুষ ঘরের সাহায‍্যের জন‍্য SOS বার্তা পাঠাচ্ছে। এবার সব কিছুই দেখা হয়ে গিয়েছে আমার, শুভ রাত্রি সকলকে।’ স্বস্তিকার টুইটের উত্তরে পরিচালক সত্রাজিৎ সেন লিখেছেন, ‘মানুষ এখন সোশ‍্যাল মিডিয়ার অপব‍্যবহার করা শুরু করেছে। এটা হওয়ারই ছিল’।

Swastika Mukherjee Tweet 1
প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে শেষবার মোহমায়া ওয়েব সিরিজে দেখা গিয়েছে স্বস্তিকাকে। কমলেশ্বর মুখোপাধ‍্যায়ের পরিচালনায় সিরিজে অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জি, অনন‍্যা চ‍্যাটার্জি ও বিপুল পাত্র। স্বস্তিকার চরিত্রের নাম অরুণা। তাঁর বাড়িতে পেয়িং গেস্ট হিসাবে থাকতে আসে বিপুল ওরফে। ঋষির মা মায়া (অনন‍্যা চ‍্যাটার্জি) আগেই মারা গিয়েছেন।

অরুণারও দুই ছেলে বিদেশে থাকে। এমন অবস্থায় ঋষি শীঘ্রই অরুণার খুব কাছাকাছি এসে যায়। ঋষির প্রতিও স্নেহে অন্ধ হয়ে যান অরুণা। ঋষির কাছে বাস্তব ও কল্পনা মিশে শেষ পর্যন্ত কি হবে তা নিয়েই এই সিরিজ। পাঁচটি এপিসোড রয়েছে এই ওয়েব সিরিজে।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর