‘আত্মহত‍্যা আজকাল ফ‍্যাশন হয়ে গিয়েছে’, সুশান্ত প্রসঙ্গে ‘ভুয়ো’ মন্তব‍্যে ধর্ষণ ও অ্যাসিড হামলার হুমকি স্বস্তিকাকে

বাংলাহান্ট ডেস্ক: স্বস্তিকা মুখোপাধ‍্যায়কে (swastika mukherjee) দেওয়া হল ধর্ষণ (rape) ও অ্যাসিড হামলার (acid attack) হুমকি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলের মেসেজ বক্সে ব‍্যক্তিগত ভাবে মেসেজ করে তাঁকে হুমকি দেয় জনৈক যুবক। অভিযোগ জানিয়ে কলকাতা পুলিসের সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হন তিনি। পুলিস যথাযথ ব‍্যবস্থা নেয়, শুক্রবার সন্ধ‍্যাতেই সেই খবরও জানিয়েছেন স্বস্তিকা। সেই মেসেজের স্ক্রিনশটও সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।
কলকাতা পুলিসকে ধন‍্যবাদ জানিয়ে টুইট করেন স্বস্তিকা মুখোপাধ‍্যায়। তিনি লেখেন, ‘সাইবার বুলিং কখনওই গ্রহণযোগ‍্য নয়। ধর্ষণ ও অ্যাসিড হামলার হুমকি দেওয়া খুবই জঘন‍্য অপরাধ এবং এর বিরুদ্ধে সরব হওয়া উচিত। অন‍্যকে আক্রমণ করার আগে মানুষের দুবার চিন্তা করা উচিত। ‘

b 3 1
কৌশিক নামে এক যুবক স্বস্তিকাকে ব‍্যক্তিগত ভাবে অশ্লীল মেসেজ করে ধর্ষণের হুমকি দেয়। সেই সঙ্গে অ্যাসিড হামলারও হুমকি দেয় ওই যুবক। এর পরেই কলকাতা পুলিসের সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হন অভিনেত্রী। পুলিস সঙ্গে সঙ্গেই ব‍্যবস্থা নেয়।
কিন্তু কি কারনে হঠাৎ এমন হুমকি পেলেন স্বস্তিকা? আসলে সম্প্রতি এক সংবাদমাধ‍্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন অভিনেত্রী। সেখানে সুশান্ত সিং রাজপুতের আত্মহত‍্যার প্রসঙ্গ উঠতে স্বস্তিকা মন্তব‍্য করেন, ‘আত্মহত‍্যা আজকাল একটা ফ‍্যাশন হয়ে গিয়েছে।’ তাঁর এই মন্তব‍্য নিয়ে বেশ জলঘোলা হয়। অনেকেই ক্ষেপে ওঠেন স্বস্তিকার এই মন্তব‍্যে। সেই সূত্রেই অভিনেত্রীকে হুমকি মেসেজ দেয় ওই যুবক। অথচ স্বস্তিকা জানান তিনি এই ধরনের কোনও মন্তব‍্যই করেননি। ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে বর্ধমানের গলসি থেকে শুভম চক্রবর্তী নামে এক যুবককে গ্রেফতার করে পুলিস।

তবে স্বস্তিকাকে নিয়ে এমন বিতর্ক নতুন নয়। তিনি চিরদিনই স্পষ্টবক্তা। এর জন‍্য বহুবার সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। এর আগে স্বস্তিকার নয়া লুক নিয়েও কটাক্ষ করে নেটিজেনের একাংশ। এক ব‍্যক্তি সরাসরি তাঁকে ‘যৌনকর্মী’র তকমাও দেন। পাল্টা দিতে ছাড়েননি স্বস্তিকাও। তিনি উত্তর দেন, ওরা খেটে খাওয়া মানুষ। তাই ওদের মতো দেখতে লাগা সম্মানের ব‍্যাপার।


Niranjana Nag

সম্পর্কিত খবর